ঢাকা, ০৫ নভেম্বর বুধবার, ২০২৫ || ২১ কার্তিক ১৪৩২
good-food
৯৫৬

করোনায় আক্রান্ত ডা. জাফরুল্লাহ চৌধুরী

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:৫৯ ২৬ মে ২০২০  

করোনা ভাইরাসে আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি রবিবার পরীক্ষার মাধ্যমে করোনা পজেটিভের বিষয়টি নিশ্চিত হন।
ড. জাফরুল্লাহ চৌধুরী গণমাধ্যমকে জানান, রবিবার ইফতারের আগে আমার জ্বর আসে সেইসঙ্গে কাশি দেখা দেয়। এরপর গণস্বাস্থ্যের কিট দিয়েই পরীক্ষা করি। আর এন্টিজেন পজিটিভ আসে। আমি করোনায় আক্রান্ত হবার কারণে সঙ্গে সঙ্গে আইসোলেশনে চলে যাই।

তিনি বলেন, গণস্বাস্থ্যের কিট আছে বলেই সঙ্গে সঙ্গে জানতে পেরেছি। না হলে আমি ১শ’ জনকে আক্রান্তও করে ফেলতে পারতাম।
ভালো আছেন জানিয়ে তিনি রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
এদিকে গণ স্বাস্থ্য কেন্দ্র করোনা পরীক্ষা চালুর পরপরই ঔষধ প্রশাসন অধিদপ্তর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চলমান কীট পরীক্ষা স্থগিত করেছে। 

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর