ঢাকা, ০৫ নভেম্বর বুধবার, ২০২৫ || ২১ কার্তিক ১৪৩২
good-food
৬২৮

করোনায় ঝরে গেল আরো ৪৪ প্রাণ, নতুন শনাক্ত ৩২০১ জন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:২১ ৬ জুলাই ২০২০  

দেশে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন ২ হাজার ৯৬ জন।  একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৩ হাজার ২০১ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ৬৫ হাজার ৬১৮ জনে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৫২৪ জন এবং মোট সুস্থ ৭৬ হাজার ১৪৯ জন।
সোমবার  দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা ভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা  এ তথ্য উপস্থাপন করেন।
তিনি জানান, যে ৪৪ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ঢাকা বিভাগে  ১৭ জন রয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ১১ জন, রাজশাহী বিভাগে তিনজন, খুলনা বিভাগে দুজন, বরিশাল বিভাগে চারজন, সিলেট বিভাগে তিনজন, রংপুর বিভাগে দুজন এবং ময়মনসিংহ বিভাগে দুজন করোনায় মারা গেছেন।

তাদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩৫ জন এবং বাড়িতে মারা গেছেন নয় জন।

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর