ঢাকা, ০৫ নভেম্বর বুধবার, ২০২৫ || ২১ কার্তিক ১৪৩২
good-food
৪৬২

করোনায় মারা গেলেন প্রতিরক্ষা সচিব 

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:২৮ ২৯ জুন ২০২০  

করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন প্রতিরক্ষা সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী মারা গেছেন। ইন্না লিল্লাহি...... রাজিউন। 

 সোমবার সকাল সাড়ে ৯টার ৩৫ মিনিটের দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান তিনি। 

জানা গেছে, গত ২৯ মে ৫৭ বছর বয়সী  আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছিল। 

মো. ভাষানী মির্জা জানান,  হৃদরোগে আক্রান্ত হওয়ার পর সকাল ৯টা ৩৫ মিনিটে  তিনি মৃত্যুবরণ করেন।

আবদুল্লাহ আল মোহসীন চৌধুরীর স্বাস্থ্যের অবনতি হলে গত ৬ জুন তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয় এবং পরে গত ১৭ জুন থেকে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়। কিন্তু অবস্থার  অবনতি হলে গত ১৮ জুন থেকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

জানা যায়, আবদুল্লাহ আল মোহসীন চৌধুরীকে প্লাজমা দেয়া হয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুযায়ী সব ধরনের চিকিৎসা দেওয়া হয়েছিল তাঁকে।

আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী সাবেক মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরীর ভাই।

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর