ঢাকা, ০৫ নভেম্বর বুধবার, ২০২৫ || ২১ কার্তিক ১৪৩২
good-food
৫৩৮

করোনায় মারা গেলেন সাবেক এমপি হাজি মকবুল  

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:৩৩ ২৪ মে ২০২০  

ঢাকার সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা হাজি মকবুল হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ৯টার দিকে তার মৃত্যু হয় বলে তার ব্যক্তিগত সহকারী ফজলুর রহমান জানিয়েছেন।

১৯৯৬-২০০১ মেয়াদে ধানমণ্ডি-মোহাম্মদপুর আসনের সংসদ সদস্য মকবুল আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন।

ফজলুর রহমান সংবাদমাধ্যমকে জানান, “উনার করোনাভাইরাস পজিটিভ এসেছিল। তিন দিন আগে তিনি সিএমএইচে ভর্তি হন।”

করোনাভাইরাস সঙ্কটের মধ্যেই মুন্সীগঞ্জসহ বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ করেছিলেন মকবুল, যিনি হাজি মকবুল নামেই বেশি পরিচিত।

সর্বশেষ গত ১৪ মে তিনি মোহাম্মদপুরের বাসায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের হাতে আর্থিক অনুদান তুলে দেন।

এরপর তিনি অসুস্থ হয়ে পড়েন। তার স্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

শমরিতা মেডিকেল কলেজ হাসপাতালটির মালিক মকবুল। তিনি একাধিক ইন্সুরেন্স কোম্পানিরও মালিক।

তার ছেলে আহসাবুল ইসলাম টিটু টাঙ্গাইল থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য।

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর