ঢাকা, ০৫ নভেম্বর বুধবার, ২০২৫ || ২১ কার্তিক ১৪৩২
good-food
৩৩৩

করোনায় সোহরাওয়ার্দী হাসপাতালের সাবেক পরিচালকের মৃত্যু

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:৩০ ১৬ জুন ২০২০  

 করোনায় আক্রান্ত হয়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সাবেক পরিচালক এবং সাতক্ষীরার কালিগঞ্জের সন্তান  প্রফেসর ডা. এ কে এম মুজিবুর রহমান ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৬২ বছর। মঙ্গলবার ভোর ৫টা ২৫ মিনিটে তিনি মারা যান।
ডা. মুজিবুর রহমানের স্ত্রী, দুই মেয়ে রয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, করোনায় আক্রান্ত হয়ে তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন। সেখানে কিছুদিন চিকিৎসা নেয়ার পর সুস্থ হয়ে উঠেন। কয়েকদিন পর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আবারো সিএমএইচ-এ জরুরি বিভাগে আইসোলেশনে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তিনি মৃত্যুবরণ করেন।

প্রফেসর ডাঃ মুজিবুর কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামের মরহুম আলহাজ্জ্ব ইউসুফ আলীর ছেলে। ব্যক্তিজীবনে তিনি অত্যন্ত সৎ, নিষ্ঠাবান, সদালাপী, পরোপকারী ও ধর্মপ্রাণ একজন মানুষ ছিলেন।

তিনি একজন সমাজসেবক ছিলেন। নিজের এলাকায় ডাঃ মুজিব-রুবি মডেল হাইস্কুল, মসজিদ, বৃদ্ধাশ্রম নির্মাণসহ অসংখ্য জনহিতকর কাজ করেছেন। 
কালিগঞ্জের গণপতি গ্রামে তারই প্রতিষ্ঠিত জামে মসজিদের পাশে মঙ্গলবার তাকে দাফন করা হয়।

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর