ঢাকা, ০৫ নভেম্বর বুধবার, ২০২৫ || ২১ কার্তিক ১৪৩২
good-food
৩৭৬

করোনা দুর্যোগ মোকাবেলায় আসছে নতুন কৌশল

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:২৮ ১৪ জুন ২০২০  

করোনাভাইরাস দুর্যোগ মোকাবেলায় আসছে নতুন কৌশল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ সংক্রান্ত একটি প্রস্তাব পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

রোববার মন্ত্রণালয়ের সচিব মো. ইউসুফ হারুন দেশের শীর্ষস্থানীয় এক সংবাদমাধ্যমকে এ খবর দিয়েছেন। 

তিনি জানান, পাঠানো প্রস্তাবটি সাধারণ ছুটি সংক্রান্ত। রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল, এলাকা, শহর, গ্রাম, মহল্লা রেড জোন হিসেবে ঘোষণা করবে স্বাস্থ্য মন্ত্রণালয়। সেসব এলাকা সাধারণ ছুটির আওতায় থাকবে। এজন্য নতুন কোনো নির্দেশের প্রয়োজন পড়বে না।

রেড জোন এলাকায় কোনও কর্মকর্তার বাসস্থান হলে তাকে অফিসে যাওয়া লাগবে না। আবার এ  জোনের মধ্যে কোনও অফিস থাকলে সেটি স্বয়ংকক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। সরকারি, বেসরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত সব ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে এ আদেশ কার্যকর হবে। 

সাধারণত বিশ্ববিদ্যালয়, ব্যাংক, বীমার মতো প্রতিষ্ঠান নিজস্ব আইন দ্বারা পরিচালিত হয়। তাদের বিষয়ে আলাদা করে আদেশ জারি করবে বিচার বিভাগ।

জনপ্রশাসন সচিব আরো জানান, প্রধামন্ত্রী সারসংক্ষেপ অনুমোদন করার পর এ মন্ত্রণালয় এসব আদেশ জারি করবে।

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর