ঢাকা, ০৬ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৫ || ২২ কার্তিক ১৪৩২
good-food
৪৭১

এত সুবিধার পরেও কেন দুর্নীতি?

কর্মকর্তারা ঘুষ খাচ্ছে কেন?  

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৫৭ ২৪ জুন ২০১৯  

সরকার এত সুযোগ-সুবিধা ও বেতন-ভাতা দিচ্ছে। তারপরেও কেন দুর্নীতি হচ্ছে? কেন সরকারি কর্মকর্তারা ঘুষ খাচ্ছেন? এমন প্রশ্ন করলেন উচ্চ আদালত।

 

সড়কে চলাচলরত ফিটনেসবিহীন যানবাহনের তালিকা চেয়ে কর্তৃপক্ষকে উচ্চ আদালত তলব করলে সোমবার সকালে আদালতে হাজির হন বিআরটিএ পরিচালক। যেখানে বলা হয়, সারা দেশে ফিটনেসবিহীন যানবাহনের সংখ্যা ৪ লাখ ৫৮ হাজার ৩৬৯ এবং রাজধানী ঢাকাতে ১ লাখ ৬৮ হাজার ৩০৮টি গাড়ি চলাচল করছে।

 

এ সময় আদালত ক্ষুব্ধ হয়ে ওই কর্মকর্তার কাছে জানতে চান, সরকারি কর্মকর্তা-কর্মচারিরা সরকারি পর্যাপ্ত সুযোগ-সুবিধা ভোগ করার পরেও ঘুষ খাচ্ছেন কেন?

 

ফিটনেস ছাড়াই রাজধানীতে চলছে দেড়লাখের বেশি যানবাহন। আর সারা দেশে এ সংখ্যা সাড়ে চার লাখ। আদালতের তলবে হাজির হয়ে বিআরটিএ’র পরিচালক ও মুখপাত্র এ তথ্য জমা দেন। তবে হাইকোর্ট শুধুমাত্র সংখ্যা না দিয়ে মালিকের নামসহ এক মাসের মধ্যে বিস্তারিত জানাতে বলেছেন।

 

আদালত প্রশ্ন করেন, সড়কে কেন এত অনিয়ম? আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সামনে দিয়ে রাস্তায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল করছে কীভাবে?

রাজধানীসহ সারা দেশের ফিটনেসবিহীন যানবাহনের তালিকা উচ্চ আদালতে জমা দেয়ার সময় মাহবুব-ই রাব্বানীর কাছে এসব প্রশ্ন করেন বিচারপতি নজরুল ইসলাম তালুকদার।