ঢাকা, ০৬ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৫ || ২২ কার্তিক ১৪৩২
good-food
৯১৯

ঘুষের ৮০ লাখ টাকাসহ ডিআইজি গ্রেপ্তার

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:২৫ ২৮ জুলাই ২০১৯  

রাজধানীর ধানমণ্ডি এলাকায় সিলেট কেন্দ্রীয় কারাগারের ডিআইজি (প্রিজন) পার্থ গোপাল বণিকের বাসায় ৮০ লাখ টাকা পাওয়া গেছে। এর দায়ে তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য দাবি করেন, এ অর্থ ঘুষের। তিনি বলেন, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে অনিয়ম, দুর্নীতি ও অবহেলায় জড়িত থাকার অভিযোগে রোববার পার্থ গোপালকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর তার রাজধানীর ধানমণ্ডির ভূতের গলির বাসায় অভিযান চালানো হয়। এসময় সেখানে ঘুষের ৮০ লাখ টাকা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সাবেক ডিআইজি থাকার সময় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে পার্থ বণিককে জিজ্ঞাসাবাদ করে দুদক। রোববার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এর প্রধান কার্যালয়ে তাকে জেরা করেন কমিশনের পরিচালক মুহাম্মদ ইউছুফ।

ঘুষ ও দুর্নীতির কয়েক লাখ টাকা পার্থ গোপালের বাসায় রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে তাকে নিয়েই ইউছুফের নেতৃত্বে দুদকের একটি দল তার ভূতের গলি বাসায় অভিযান চালায়।

কারাগারের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে চট্টগ্রামের সাবেক সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিককেও জিজ্ঞাসাবাদ করেছে দুদক।