ঢাকা, ২২ জানুয়ারি বৃহস্পতিবার, ২০২৬ || ৮ মাঘ ১৪৩২
good-food

চিত্রনায়ক জাভেদ আর নেই

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:১০ ২১ জানুয়ারি ২০২৬  

বাংলা সিনেমার সোনালী যুগের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস জাভেদ আর নেই। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মারা যান তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৮২ বছর। খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান।

দীর্ঘদিন ধরে তিনি ক্যানসারে ভুগছিলেন জাভেদ। বেশ কিছুদিন ধরে বাসায় রেখে তার চিকিৎসাসেবা চালিয়ে নেওয়া হয়। হাসপাতাল থেকে চিকিৎসক ও দুজন নার্স এসে বেশ কিছুদিন ধরে তার চিকিৎসাসেবা দিচ্ছিলেন। আজ সকালে তার অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইলিয়াস জাভেদের আসল নাম রাজা মোহাম্মদ ইলিয়াস। ১৯৪৪ সালে ব্রিটিশ ভারতের পেশাওয়ারে জন্মগ্রহণ করেন তিনি। পরে সপরিবারে সেখান থেকে পাঞ্জাবে চলে আসেন। ১৯৬৩ সালে মাত্র ১৪ বছর বয়সে সেখান থেকে পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) ঢাকায় চলে আসেন। ষাটের দশকে ঢাকায় বাংলা চলচ্চিত্রের পাশাপাশি নিয়মিত উর্দু চলচ্চিত্র নির্মিত হতো।

১৯৬৩ সালের প্রথমদিকে ঢাকাই ছবিতে অভিনয়ে সুযোগ না পেয়ে জাভেদ চলচ্চিত্রে নৃত্য পরিচালনার কাজ শুরু করেন। পরবর্তীতে অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন। সত্তর ও আশির দশকে পোশাকি সিনেমাতে নায়ক হিসেবে তিনি ছিলেন নির্মাতাদের চাহিদার শীর্ষে।

তার অভিনীত সিনেমাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—মালকা বানু, অনেক দিন আগে, শাহাজাদা, রাজকুমারী চন্দ্রবান, সুলতানা ডাকু, আজো ভুলিনি, কাজল রেখা, সাহেব বিবি গোলাম, নিশান, বিজয়িনী সোনাভান, রূপের রাণী, চোরের রাজা, জালিম, চন্দন দ্বীপের রাজকন্যা, বাহারাম বাদশা ইত্যাদি।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর