ঢাকা, ০৬ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৫ || ২২ কার্তিক ১৪৩২
good-food
৭৪২

জামালপুরে তদন্ত দল, আরো ৫ দিন ছুটি চান সাধনা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:১৮ ২৯ আগস্ট ২০১৯  

জামালপুরের সাবেক ডিসি আহমেদ কবীরের আপত্তিকর ভিডিও প্রকাশের ঘটনায় গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটি সেখানে পৌঁছেছে। বৃহস্পতিবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব ড. মুশফিকুর রহমানের নেতৃত্বে তদন্ত দল জামালপুর জেলা প্রশাসক কার্যালয়ে পৌঁছে। কিছুক্ষণ পরই তদন্ত কার্যক্রম শুরু করে।

তদন্তের শুরুতেই জেলা প্রশাসকের বিশ্রাম কক্ষ পরিদর্শন করেন তারা। এরপর সভাকক্ষে ঘটনার সঙ্গে জড়িত ওই নারী অফিস সহায়কের সঙ্গে কথা বলে। দুপুর পৌঁনে ২টার দিকে অভিযুক্ত সানজিদা ইয়াসমিন সাধনা সভাকক্ষ থেকে বের হন। পরে আগামী রোববার থেকে নতুন করে পাঁচদিনের ছুটির আবেদন করেন। এরপর জেলা প্রশাসক কার্যালয় ত্যাগ করেন ওই নারী। তদন্ত কমিটির সদস্যরা এখন জেলা প্রশাসক কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলছেন।

গেল ২২ আগস্ট রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে জামালপুরের ডিসি আহমেদ কবীরের সঙ্গে অফিস সহায়কের আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে। এতে জামালপুরসহ সারাদেশে নিন্দার ঝড় ওঠে। এ ঘটনায়  জেলা প্রশাসককে ২৫ আগস্ট ওএসডি করা হয়। ঘটনা গুরুতর প্রমাণিত হলে চাকরি চলে যেতে পারে তার।