ঢাকা, ০৬ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৫ || ২২ কার্তিক ১৪৩২
good-food
৬৬২

জামিন নামঞ্জুর: ডিআইজি মিজান কারাগারে

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:০১ ২ জুলাই ২০১৯  

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে (মানি লন্ডারিং) দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় গ্রেপ্তার বরখাস্তকৃত পুলিশের বিতর্কিত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার (২ জুলাই) দুপুরে এ আদেশ দেন মহানগর দায়রা জজ আদালতের বিচারক। এসময় তার আইনজীবীর করা জামিন আবেদন নামঞ্জুর করেন বিচারক।

রাজধানীর শাহবাগ থানা থেকে ডিআইজি মিজানকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয়।

এর আগে সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় হাইকোর্টে আগাম জামিনের জন্য গেলে জামিন আবেদন নামঞ্জুর করে ডিআইজি মিজানকে গ্রেপ্তারের নির্দেশ দেন হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এসএম কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ। এ সময় মিজানকে তাৎক্ষণিক হাইকোর্ট পুলিশের হাতে তুলে দেন আদালত। গ্রেপ্তারের পর তাকে শাহবাগ থানায় নেয়া হয়।