ঢাকা, ০৬ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৫ || ২১ কার্তিক ১৪৩২
good-food
৩৫১

ঢাবিতে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলায় আহত ১৫

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:০১ ২৩ সেপ্টেম্বর ২০১৯  

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে আহত হয়েছেন ১৫ জন। বেশ কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যায় ছাত্রদলের নেতাকর্মীরা। হাকিম চত্বরে গেলে তাদের ওপর হামলা হয়। ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল এ অভিযোগ করেছেন। 
এ ঘটনায় ছাত্রলীগকে দায়ী করে তিনি জানান, হামলায় সাংবাদিকসহ ছাত্রদলের ১৫ নেতাকর্মী আহত হয়েছেন।
এদিকে, হামলা নয়, ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস।