ঢাকা, ২৬ আগস্ট মঙ্গলবার, ২০২৫ || ১০ ভাদ্র ১৪৩২
good-food
৯৮৮

ত্বক উজ্জ্বল করবে জবা ফুলের ফেস প্যাক

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:০৭ ১৪ সেপ্টেম্বর ২০২০  

নিজেকে সুন্দর দেখাতে কে না চায়? বিশেষত প্রত্যেক মেয়েরই স্বপ্ন থাকে, তাদের ত্বক যেন দাগহীন ও উজ্জ্বল হয়। তাই অনেক নারীই বাজারের বিভিন্ন পণ্য ব্যবহার করেন। পাশাপাশি বিউটি ট্রিটমেন্ট করান। কিন্তু এত কিছুর পরও তেমন কোনও তফাৎ দেখা যায় না। সেই ব্রণ, র‌্যাশ, ত্বকে বিভিন্ন দাগ থেকেই যায়। 

 

এক্ষেত্রে ত্বকের যত্নে ঘরোয়া পদ্ধতিতে জবা ব্যবহার করা যায়। সাধারণত চুলের সৌন্দর্য বৃদ্ধি এবং খুশকি থেকে মুক্তি পেতে ব্যবহৃত হয় এটি। কিন্তু এ ফুল চুলের ত্বকের যত্নেও ব্যবহার করা যায়। তাহলে জেনে নিন ত্বকের যত্নে কীভাবে জবা ফুল ব্যবহার করতে হবে। 

 

মুলতানি মাটি এবং জবা ফুলের ফেস প্যাক

 

উপকরণ: মুলতানি মাটি, জবা ফুল, মধু ও পানি। 

 

প্রণালি: আমরা সবাই জানি, মুলতানি মাটি ত্বকের জন্য কতটা উপকারি। এটি ব্যবহারের ফলে মুখের দাগ এবং ব্রণর সমস্যা দূর হয়। 
এ প্যাক তৈরির জন্য প্রথমে একটি পাত্রে জবার পাউডার নিন। ফুলটি শুকিয়ে এটি বাড়িতেও বানানো যায়। এরপর এতে এক চামচ মুলতানি মাটি, মধু ও পানি মেশান। এবার ভালোভাবে ফেটিয়ে পেস্ট তৈরি করুন। 

 

অতপর তা মুখে লাগান। ২০ মিনিট রেখে ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এ ফেস প্যাক সপ্তাহে একবার ব্যবহার করতে পারেন। এতে ব্রণ ও র‌্যাশ দূর হওয়ার পাশাপাশি ত্বক উজ্জ্বল হবে।