ঢাকা, ০৬ জুলাই রোববার, ২০২৫ || ২১ আষাঢ় ১৪৩২
good-food
৮৪০

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:২৩ ৯ সেপ্টেম্বর ২০১৯  

আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিসিবি এ খবর দিয়েছে।
এ সিরিজ দিয়ে আবারও জাতীয় দলে ফিরছেন অলরাউন্ডার আফিফ হোসেন। গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকায় টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিকে অভিষেক হয় তার। জাতীয় দলের হয়ে একটি মাত্র ম্যাচ খেলেই বাদ পড়ে যান তিনি। দেড় বছর পর ফের জাতীয় দলে ফিরছেন।
ত্রিদেশীয় সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে ইয়াসিন আরাফাত মিশুর। নোয়াখালীতে জন্ম নেয়া এই তরুণ পেসার সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছেন। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করায় তাকে জাতীয় দলে খেলার সুযোগ করে দিয়েছেন নির্বাচকরা।

আগামী ১৩ সেপ্টেম্বর মিরপুরে এ তিনজাতি টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। ২৪ সেপ্টেম্বর ফাইনাল দিয়ে টুর্নামেন্ট শেষে হবে।
বাংলাদেশ স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান ও ইয়াসিন আরাফাত মিশু।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর