ঢাকা, ০৭ জানুয়ারি বুধবার, ২০২৬ || ২৪ পৌষ ১৪৩২
good-food
৩১

‘প্রিন্স’ শাকিবের নায়িকা বিভ্রাট, গুঞ্জন চলছেই

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৪৪ ৪ জানুয়ারি ২০২৬  

কথা ছিল ডিসেম্বরেই শাকিব খানের ‘প্রিন্স’সিনেমার শুটিং শুরু হবে। কিন্তু সেটি আর হয়নি। এর মধ্যে নতুন বছর শুরু হয়েছে। তবে থামছে না সিনেমার নায়িকা বিভ্রাট ও বন্ধ শুটিং নিয়ে নানা গুঞ্জন।

শুরু থেকেই সিনেমাটির নায়িকা কে হবেন এটি নিয়ে অনেকের নাম শোনা গেছে। এর মধ্যে প্রযোজনা প্রতিষ্ঠান তাসনিয়া ফারিণের নাম ঘোষণা দিয়েছে।

গুঞ্জন ছিল কলকাতার ইধিকা পালও এ সিনেমায় থাকবেন। কিন্তু সে গুঞ্জনের সত্যতা পাওয়া যায়নি।

এদিকে প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাটির শুটিং ও গুঞ্জন নিয়ে দিলো স্পষ্ট বার্তা। বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রিন্স’ সিনেমা নিয়ে চারপাশে নানা গুঞ্জন ছড়িয়েছে; যা আদতে গুজব ছাড়া কিছুই নয়।

‘প্রিন্স’ টিম শুরু থেকেই তাদের আপডেট দিয়ে এসেছে। চলমান পরিস্থিতিতে বিভিন্ন প্রতিবন্ধকতা উতরে ‘প্রিন্স’ টিম এগিয়ে যাচ্ছে। আগামী ৬ জানুয়ারি ‘প্রিন্স’ টিম শুটিংয়ে যাচ্ছে। সুবিধামতো সময়ে ফার্স্টলুক, পোস্টার প্রকাশ করা হবে।’ এই বার্তা সামাজিক মাধ্যমে শেয়ার করেন নির্মাতা আবু হায়াত মাহমুদও।

‘প্রিন্স’ সিনেমাটি নব্বই দশকের ঢাকা শহরের আন্ডারওয়ার্ল্ড-এর গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে। ক্রাইম, অ্যাকশন, লাভ আর ইমোশনের মিশেলে তৈরি এই ছবিটির প্রথম পোস্টার গত বছরই দর্শকদের মাঝে ব্যাপক ঝড় তুলেছিল।

সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরেই বড় পর্দায় মেগাস্টার শাকিব খানের ‘প্রিন্স’ অবতার দেখা যাবে।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর