ঢাকা, ২৩ জানুয়ারি শুক্রবার, ২০২৬ || ৯ মাঘ ১৪৩২
good-food
১০

ফুলকপি বাঁধাকপি আর ব্রোকলি কি একই?

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:১২ ২২ জানুয়ারি ২০২৬  

অনেকেই হয়তো জানেন না ফুলকপি, ব্রোকলি আর বাঁধাকপি আসলে একই গাছের ভিন্ন রূপ। রান্নাঘরে এরা আলাদা সবজি হিসেবে পরিচিত হলেও উদ্ভিদবিদ্যার চোখে এরা সবাই এক প্রজাতির সন্তান। যে প্রজাতির নাম ব্রাসিকা ওলেরেসিয়া। এই একই পরিবারের সদস্য কেল, ব্রাসেলস স্প্রাউটসসহ আরও কিছু জনপ্রিয় শাকসবজি।

এক গাছ, নানা রূপ

বাসিকা ওলেরেসিয়ার বন্য পূর্বপুরুষ জন্মেছিল ইউরোপের আটলান্টিক উপকূল ও পূর্ব ভূমধ্যসাগরের পাথুরে এলাকায়। লবণাক্ত বাতাস সহ্য করতে পারা এই গাছটি ছিল শক্তপোক্ত, তবে আজকের মতো আকর্ষণীয় নয়। শত শত বছর ধরে কৃষকেরা বেছে বেছে বীজ সংরক্ষণ করেছেন। কখনও বড় পাতা, কখনও মোটা কাণ্ড, কখনও ঘন কুঁড়ির জন্য। প্রজন্মের পর প্রজন্ম এই নির্বাচনের ফলেই এক গাছ থেকে জন্ম নিয়েছে নানা সবজি।

রান্নাঘরে এরা আলাদা সবজি হিসেবে পরিচিত। 

ইতিহাসের পথে

প্রাচীন গ্রিক ও মিশরীয়রা এই গাছের পাতা খেতেন বলে ইতিহাসে উল্লেখ আছে। খ্রিষ্টপূর্ব তৃতীয় শতকের দিকে ইতালি ও পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে পরিকল্পিতভাবে এর চাষ শুরু হয়। কোথাও পাতার আধিক্য চাওয়া হয়েছে, কোথাও বাজারে বহনযোগ্য শক্ত মাথা। মধ্যযুগে ইউরোপে কেল ছিল খুব পরিচিত। আর ইতালিতে ধীরে ধীরে বিকশিত হয় ব্রোকলি ও পরে ফুলকপি—যেখানে ফুলের কুঁড়িই প্রধান খাবার।

ফুলকপি, ব্রোকলি ও বাঁধাকপির পার্থক্য

ফুলকপি ও ব্রোকলি দুটিই আসলে অপরিণত ফুলের কুঁড়ি। ফুলকপিতে কুঁড়িগুলো ঘন হয়ে সাদা মাথা তৈরি করে, আর ব্রোকলিতে লম্বা ডাঁটার ওপর আলাদা আলাদা সবুজ কুঁড়ি থাকে। বাঁধাকপির ক্ষেত্রে পাতাই মুখ্য—পাতা ভেতরের দিকে মুড়ে শক্ত গোল মাথা বানায়। সামান্য এই গঠনগত পার্থক্যই রান্নায় বড় ফারাক তৈরি করে।

চাষের পরিবেশ

এই পরিবারের সবজিগুলো সাধারণত শীতল বা নাতিশীতোষ্ণ আবহাওয়া পছন্দ করে, হালকা ঠান্ডা সহ্য করতে পারে। উর্বর, পানি নিষ্কাশন ভালো মাটি ও নিয়মিত সেচে এরা ভালো জন্মায়।

ফুলকপির পুষ্টিগুণ

ফুলকপি কম ক্যালোরির হলেও ভিটামিন এ, সি, কে, ক্যালসিয়াম, পটাশিয়াম ও ফসফরাসে সমৃদ্ধ। এর আঁশ অন্ত্রের স্বাস্থ্যে সহায়ক। এতে থাকা গ্লুকোসিনোলেট ও পলিফেনল অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। ফলিক অ্যাসিড গর্ভাবস্থায় গুরুত্বপূর্ণ, আর ট্রিপটোফ্যান মেজাজ ও ঘুমের সঙ্গে সম্পর্কিত হরমোন তৈরিতে ভূমিকা রাখে।

কাঁচা সালাদ থেকে শুরু করে ভাজি, স্যুপ কিংবা ভেগান বার্গার—ফুলকপি সবখানেই মানিয়ে যায়।

রান্নাঘরে ব্যবহার

কাঁচা সালাদ থেকে শুরু করে ভাজি, স্যুপ, ভাতের বিকল্প “ফুলকপি রাইস” কিংবা ভেগান বার্গার—ফুলকপি সবখানেই মানিয়ে যায়। ব্রোকলি ও বাঁধাকপির সঙ্গে মিলিয়ে রান্না করলে স্বাদ ও পুষ্টি দুটোই বাড়ে।

সব মিলিয়ে, ফুলকপি–ব্রোকলি–বাঁধাকপি আলাদা তিন সবজি নয়; বরং মানুষের রুচি ও কৃষিবুদ্ধিতে গড়ে ওঠা এক গাছের তিন মুখ। এই পরিবারের প্রতিটি অংশই আমাদের খাবারের টেবিলে আলাদা মূল্য যোগ করে।