ঢাকা, ০৬ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৫ || ২২ কার্তিক ১৪৩২
good-food
৬৮৪

বরগুনায় রিফাত হত্যার আরেক আসামি গ্রেফতার

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:২০ ২৭ জুন ২০১৯  

বরগুনায় সংঘটিত নৃশংস রিফাত হত্যা ঘটনায় আরও এক আসামিকে বৃহস্পতিবার গ্রেফতার করেছে পুলিশ ।গ্রেপ্তারকৃত যুবকের নাম নাজমুল হাসান।

জেলা পুলিশ সুপার (এসপি) মারুফ হোসেন এ তথ্য জানিয়েছেন। এর আগে সকালে আসামি চন্দনকে গ্রেফতার করা হয়।

বরগুনা সরকারি কলেজের সামনে নেয়াজ রিফাত শরীফ নামের ওই যুবককে বুধবার সকালে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। 

নারকীয় ঘটনা সারাদেশে ব্যাপক আলোড়ন তুলেছে। সেসময় রিফাতের সঙ্গে ছিলেন তার স্ত্রী আয়েশা আক্তার। তিনি হাজারো চেষ্টা করেও স্বামীকে বাঁচাতে পারেননি।

প্রকাশ্যে কুপিয়ে যুবক হত্যার ঘটনায় জড়িতদের যেকোনো মূল্যে গ্রেফতার করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর সাড়াশি অভিযানে নামে পুলিশ।