ঢাকা, ০৫ নভেম্বর বুধবার, ২০২৫ || ২১ কার্তিক ১৪৩২
good-food
৭৯৩

বান্দরবানে হাতির আক্রমণে বৃদ্ধ নিহত

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৪২ ২৪ ডিসেম্বর ২০১৯  

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বন্য হাতির আক্রমণে এক বৃদ্ধ মারা গেছেন। মঙ্গলবার ভোররাতে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের গোমাতলী নতুনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 
মৃতের নাম সিদ্দিক আহাম্মদ (৯৫)। তিনি ওই গ্রামের বশরত আলীর ছেলে।
সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান এ্যানিং মার্মা বলেন, এদিন দিবাগত রাত ৩টার দিকে একদল বন্যহাতি নতুনপাড়া গ্রামে হানা দেয়। তারা কয়েকটি ঘরবাড়ি ভাঙচুর করে। টের পেয়ে ছোটাছুটি করে পালানোর চেষ্টা চালান লোকজন।  এসময় বৃদ্ধ সিদ্দিক আহাম্মদকে হাতির পাল শুঁড় দিয়ে আছাড় মারে। তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, সোনাইছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ খায়রুল ওয়ারা রবিন ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সুরতহাল প্রতিবেদন শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, ৩ দিনের ব্যবধানে উপজেলার ৩ ইউনিয়নে বন্যহাতির আক্রমণে ৩ ব্যক্তি নিহতের ঘটনায় স্থানীয়রা আতঙ্কে রয়েছেন।