ঢাকা, ০৬ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৫ || ২১ কার্তিক ১৪৩২
good-food
৬৮৫

বেপরোয়া তুরাগ কেড়ে নিল শিশুর প্রাণ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:১৯ ১৩ নভেম্বর ২০১৯  

রাজধানীর যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় মো. মিলন নামে ৬ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

মিলন গাইবান্ধা সদর থানার বালাসিঘাট গ্রামের মো. কাইউম মিয়া ও নিমুরি বেগমের ছেলে।
দুপুর সোয়া ২টার দিকে যাত্রাবাড়ীর সামাদ মার্কেটের সামনে তুরাগ পরিবহনের একটি বাস মিলনকে ধাক্কা দেয়। এসময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মিলনকে মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, এ ঘটনায় বাসটিকে জব্দ ও চালককে আটক করা হয়েছে। শিশুটির মৃতদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।