ঢাকা, ০৭ জানুয়ারি বুধবার, ২০২৬ || ২৪ পৌষ ১৪৩২
good-food
৩৬

ভারত থেকে বিশ্বকাপের ম্যাচ সরাতে আইসিসিকে চিঠি বিসিবির

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৪২ ৪ জানুয়ারি ২০২৬  

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত সফরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অপেক্ষা ছিল আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলেকে (আইসিসি) চিঠি দেওয়ার। 

এবার সেটাও সম্পন্ন করল ক্রিকেট বোর্ড। ভারত থেকে বাংলাদেশের সব ম্যাচ সরিয়ে নিতে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। 

রবিবার বিকেলে এক বিবৃতির মাধ্যমে খবরটি নিশ্চিত করেছে বিসিবি। বিবৃতিতে বোর্ড জানায়, আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ সংক্রান্ত সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আজ বিকেলে বিসিবি পরিচালনা পর্ষদের একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়।

সভায় পরিচালনা পর্ষদ গত ২৪ ঘণ্টার সাম্প্রতিক ঘটনাপ্রবাহ পর্যালোচনা করে ভারতে অনুষ্ঠেয় ম্যাচগুলোতে বাংলাদেশ জাতীয় দলের অংশগ্রহণ ঘিরে সামগ্রিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে।

মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া, দুই দেশের মধ্যকার বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এবং বাংলাদেশ সরকারের পরামর্শ বিবেচনায় নিয়ে বিসিবির পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে যে, এই পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয় দল টুর্নামেন্ট খেলতে ভারতে ভ্রমণ করবে না।

এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বিসিবি আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের আয়োজক সংস্থা আইসিসির কাছে অনুরোধ জানিয়েছে, বাংলাদেশ দলের সব ম্যাচ ভারত ছাড়া অন্য কোনো ভেন্যুতে স্থানান্তরের বিষয়টি বিবেচনা করতে। 

ভারত ছাড়াও এই টুর্নামেন্টের আয়োজক হিসেবে আছে শ্রীলঙ্কা। কূটনৈতিক সমস্যার কারণে ভারত সফরে না যাওয়ায় পাকিস্তান বিশ্বকাপে তাদের সব ম্যাচ খেলবে দ্বীপ রাষ্ট্রটিতে।

বিসিবির বিবৃতিতে আরও জানানো হয়, বিসিবির এই পদক্ষেপ বাংলাদেশি খেলোয়াড়, দলীয় কর্মকর্তা, বোর্ডের সদস্য এবং সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারের নিরাপত্তা নিশ্চিত করবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আশা করছে, আইসিসি বিষয়টি গুরুত্বসহকারে অনুধাবন করবে এবং এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত জানাবে।

শনিবার ভারত ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে আইপিএল থেকে বাদ দেওয়া হয় মোস্তাফিজকে। এরপর থেকেই দুই দেশের ক্রিকেটে বইছে উত্তাল হাওয়া। অবশেষে সেই হাওয়ার প্রভাব পড়তে যাচ্ছে বিশ্বকাপেও।  

ভারত ও শ্রীলঙ্কার মাটিতে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রথমদিনই কলকাতার ইডেন গার্ডেনসে ম্যাচ রয়েছে বাংলাদেশের। যার জন্য রবিবার বিশ্বকাপের স্কোয়াডও ঘোষণা করেছে বিসিবি।

উল্লেখ্য, এবারের আইপিএল মিনি নিলামে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছিল মোস্তাফিজকে। কিন্তু ভারতের একদল ধর্মীয় ও রাজনৈতিক নেতাদের চাপের মুখে বিসিসিআই কলকাতাকে নির্দেশ দেয় মোস্তাফিজকে ছেড়ে দিতে।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর