ঢাকা, ০৮ ডিসেম্বর সোমবার, ২০২৫ || ২৪ অগ্রাহায়ণ ১৪৩২
good-food
২০

যুক্তরাষ্ট্রের সামরিক চাপ, যুদ্ধের প্রস্তুতি ভেনেজুয়েলার

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:১০ ৭ ডিসেম্বর ২০২৫  

যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান সামরিক চাপের মুখে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভেনেজুয়েলা। সম্প্রতি তাদের সেনাবাহিনীতে নতুন করে ৫,৬০০ জন সদস্যকে যুক্ত করেছে।

শনিবার আনুষ্ঠানিকভাবে তাদের শপথবাক্য পাঠ করানো হয় বলে জানিয়েছে চীভিত্তিক সংবাদমাধ্যম সিজিটিএন।

তেলসমৃদ্ধ এই দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ানোর প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সেনাবাহিনীতে এই নিয়োগ বৃদ্ধির নির্দেশ দিয়েছেন বলে জানানো হয় সিজিটিএন এর প্রতিবেদনে।।

কারাকাসের বৃহত্তম সামরিক ঘাঁটি 'ফুয়ের্তে তিউনা'তে শপথ অনুষ্ঠানে কর্নেল গ্যাব্রিয়েল আলেহান্দ্রো রেন্ডন ভিলচেজ জোর দিয়ে বলেন, "কোনো পরিস্থিতিতেই আমরা সাম্রাজ্যবাদী শক্তির আগ্রাসন মেনে নেব না।"

সরকারি হিসাব অনুযায়ী, ভেনেজুয়েলার নিয়মিত সেনাবাহিনীর সদস্য সংখ্যা প্রায় ২ লাখ। এর বাইরে দেশটির আরও ২ লাখ পুলিশ সদস্য রয়েছে।

মাদুরো সরকারের অভিযোগ, মাদকবিরোধী অভিযানের অজুহাত দেখিয়ে ক্যারিবীয় সাগরে যুদ্ধজাহাজের বহর এবং বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার দাবি, চলতি বছরের সেপ্টেম্বর ২২টি নৌযানে হামলা চালিয়ে ৮৩ জনকে হত্যা করেছে মার্কিন বাহিনী।

ওয়াশিংটন সম্প্রতি প্রেসিডেন্ট মাদুরোকে 'কার্টেল অব দ্য সান্স' নামে কথিত মাদকচক্রের নেতৃত্ব দেওয়ার অভিযোগ এনে তাকে সন্ত্রাসী সংগঠনের সঙ্গে জড়িত বলে ঘোষণা করেছে।

তবে মাদুরোর পাল্টা দাবি হলো, তাকে ক্ষমতাচ্যুত করা এবং তার দেশের তেল সম্পদ দখল করার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র।