ঢাকা, ০৬ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৫ || ২১ কার্তিক ১৪৩২
good-food
৭৬৯

রাজধানী মার্কেটে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে দমকলের ২৫ ইউনিট

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৩৪ ২০ নভেম্বর ২০১৯  

টিকাটুলিতে রাজধানী সুপার মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট কাজ করছে। 
বুধবার বিকাল সোয়া ৫টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার পলাশ চন্দ্র এ তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের অপারেটর শাহাদাত হোসেন বলেন, বিকাল ৫টা ১৫মিনিটে ওই মার্কেটে আগুন লাগে। খবর পেয়ে পর্যায়ক্রমে আমাদের ২৫টি ইউনিট ঘটনাস্থলে গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। 
তবে অগ্নিকাণ্ডে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানাতে পারেননি শাহাদাত। এমনকি কোথা থেকে এর সূত্রপাত ঘটেছে, সেই তথ্যও দিতে পারেননি।