ঢাকা, ১০ জানুয়ারি শনিবার, ২০২৬ || ২৭ পৌষ ১৪৩২
good-food
১৯

রাভিনার সঙ্গে প্রেম, কারিশমার জন্য প্রতারণা অজয়ের

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:০২ ৯ জানুয়ারি ২০২৬  

বলিউডের অন্দরমহলের কাহিনি অনেক সময় সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। তারকাদের প্রেম, বিচ্ছেদ আর বিতর্ক— এই নিয়ে অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। নব্বইয়ের দশকে এমনই এক ত্রিকোণ প্রেমের গুঞ্জন তোলপাড় ফেলে দিয়েছিল গোটা ইন্ডাস্ট্রিতে। সেই গল্পের কেন্দ্রে ছিলেন অজয় দেবগন, রাভিনা ট্যান্ডন ও কারিশমা কাপুর। সম্প্রতি আবারও সেই পুরোনো বিতর্ক উঠে এসেছে আলোচনার কেন্দ্রে।

শোনা যায়, 'দিলওয়ালে' (১৯৯৪) ছবির শুটিংয়ের সময় থেকেই অজয় দেবগন ও রাভিনা ট্যান্ডনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সময় তাদের রসায়ন পর্দাতেও দর্শকদের মন জয় করেছিল। ইন্ডাস্ট্রির অন্দরে তাদের সম্পর্ক নিয়ে কানাঘুষো চললেও, সেই প্রেম বেশিদিন স্থায়ী হয়নি। অভিযোগ ওঠে, অভিনেত্রী কারিশমা কাপুরের জন্য রাভিনার সঙ্গে প্রতারণা করেন অজয়।

যদিও অজয় দেবগন এই বিষয়ে বরাবরই নীরব থেকেছেন। তবে রাভিনা ট্যান্ডন কখনই মুখ বন্ধ রাখেননি। সম্পর্ক ভাঙার পর এক সাক্ষাৎকারে তিনি ক্ষোভ উগরে দিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেন, যা আজও চর্চার বিষয়। 

রাভিনা বলেছিলেন, “কারিশমা অজয়কে নিজের কাছেই রাখুক। আমার ওর প্রতি আর কোনও আগ্রহ নেই। যদি কারিশমা আর অজয়ের কখনও সন্তান হয়, তাহলে তারা দেখতে জেব্রার মতো হবে।”

এই মন্তব্য প্রকাশ্যে আসতেই তীব্র সমালোচনার ঝড় ওঠে। রাভিনার মতো একজন প্রথম সারির অভিনেত্রী এমন ব্যক্তিগত আক্রমণ করতে পারেন, তা তার অনুরাগীরাও বিশ্বাস করতে পারেননি। তাঁর এই মন্তব্যকে ঘিরে সেই সময় প্রচুর বিতর্ক তৈরি হয়েছিল।

অজয়ের সঙ্গে বিচ্ছেদের আগে ও পরে রাভিনার নাম জড়িয়েছিল অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গেও। তাদের সম্পর্ক বাগদান পর্যন্ত গড়িয়েছিল। কিন্তু সেই সম্পর্কও শেষ পর্যন্ত ভেঙে যায়।

সময়ের সঙ্গে সঙ্গে তিন তারকাই নিজেদের জীবনে এগিয়ে গিয়েছেন। অজয় দেবগন বিয়ে করেছেন কাজলকে, রাভিনা বিয়ে করেছেন অনিল থাডানিকে এবং কারিশমাও নিজের জীবনে ব্যস্ত। কিন্তু নব্বইয়ের দশকের সেই বিতর্কিত প্রেমকাহিনি আজও বলিউডের ইতিহাসে এক আলোচিত অধ্যায় হয়ে রয়ে গিয়েছে।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর