ঢাকা, ০৩ ডিসেম্বর বুধবার, ২০২৫ || ১৮ অগ্রাহায়ণ ১৪৩২
good-food
৩২

শীতে মাফলার যেভাবে পরবেন

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৪৬ ২ ডিসেম্বর ২০২৫  

ক্যালেন্ডারে শীত শুরু হয়ে গেছে। শীত জাঁকিয়ে না এলেও, সন্ধ্যা নামলেই অল্প ঠান্ডা বাতাস বইতে শুরু করেছে কোথাও কোথাও। এই সময়গুলোতে হেলা করলে অনায়াসে ঠান্ডা বাঁধিয়ে ফেলতে পারে যে কেউ। এর একটা সহজ সমাধান হতে পারে মাফলার। কেবল একটা মাফলার টনসিলে ব্যথা কিংবা গলা বসে যাওয়া থেকে আমাদের রক্ষা করতে পারে।

শীতে মাফলার আমাদের দরকারি সাথী। কিন্তু শুধু গলা গরম রাখাই এখন মাফলার এর একমাত্র কাজ নয়। আজ এটি শীতকালীন ফ্যাশনের এক অবিচ্ছেদ্য অংশ।


মাফলার কেন জরুরি?

শীতকালে গলার নরম অংশ, কানের নিচের ত্বক দ্রুত শুষ্ক হয়। মাফলার গলা ও গলার তাপ ধরে রাখে এবং ঠাণ্ডা বাতাস সরাসরি মুখে লাগতে দেয় না। এছাড়া উলের বা পশম জাতীয় মাফলার শরীর গরম তো রাখেই, সেই সঙ্গে স্বাস্থ্যের জন্য কোমল ও আরামদায়ক। তুলনায় সস্তা, পাতলা বা সিংগেল লেয়ারের মাফলার গরম উপযোগী নাও হতে পারে।


কীভাবে পরবেন মাফলার

শুধু গলা মোড়ানো নয়, এবার মাফলারকে সাজের অংশ বানিয়ে ফেলুন:

• সোয়েটার এবং জিনস এর সঙ্গে মাফলার ঢিলেঢালা বাঁধনে পরুন। ক্যাজুয়াল ও আরামদায়ক লুক পেতে পারেন।

• যদি একটু ফর্মাল বা আধুনিক লুক চান, তবে সোয়েটার কিংবা কোট এর সঙ্গে উল মাফলার অথবা হালকা রঙের স্কার্ফ মিলিয়ে পরুন।

• মাফলার এর রং ও টেক্সচারে মন দিন। স্যুট, সোয়েটার, জিনস সব ধরনের পোশাকের সঙ্গে মিলিয়ে পরতে পারবেন।


ফর্মাল লুকে সোয়েটার কিংবা কোট এর সঙ্গে উল মাফলার পরতে পারেন। 
বহু লেয়ারের মাফলার কেবল শীতের ঠান্ডা থেকে বাঁচায় না, পোশাকের উপরের স্তরগুলোকেও সুন্দরভাবে ফুটিয়ে তোলে।

এক মাফলার, বহু ব্যবহার

একই মাফলার সময় ও পরিবেশ অনুযায়ী বদলে দেওয়া যায়:

• দিনের অফিস বা কলেজ ইউনিভার্সিটি যেতে হালকা সোয়েটার ও জিনস, সঙ্গে মাফলার। এই কম্বিনেশন আরামদায়ক এবং প্র্যাক্টিক্যাল।

• সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে কফি বা আউটিং হলে- মাফলার এর সঙ্গে সোয়েটার অথবা জ্যাকেট বা ওভারকোট, সাথে বুট।

• একটু বেশি ঠান্ডায় উলের মোটা মাফলার গলার চারদিকে পেঁচিয়ে গলা, গলার নীচ, কানের নিচ এবং বুক সুরক্ষিত রাখতে পারবেন।

মাফলার বাছাইয়ে কিছু টিপস

• পাতলা পোশাক বা গাঢ় সোয়েটারের সঙ্গে মোটা উলের মাফলার সবচেয়ে মানায়।

• একরঙা বা নিউট্রাল টোনের মাফলার সাধারণ পোশাকে আরও ক্লাসি দেখায়।

• অনেক সময়, মাফলার হবে প্রথম স্তর। এর নিচে হালকা সোয়েটার বা শার্ট থাকলে লেয়ারিং দেখায় সুন্দর হয়।

শীতের সকালে বা শহরের রাস্তায় বেরোলেই বোঝা যায় মাফলার কতটা জরুরি। শুধুই কি প্রয়োজন? তাতো নয়। ফ্যাশনটাও এখন এগিয়ে।