ঢাকা, ০৩ ডিসেম্বর বুধবার, ২০২৫ || ১৯ অগ্রাহায়ণ ১৪৩২
good-food

শীতে লেপ-কম্বলের যত্ন নেবেন যেভাবে

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:১২ ৩ ডিসেম্বর ২০২৫  

একটা প্রবাদ প্রবচন আছে, “পান পানি পিঠা শীতের দিন মিঠা ।” তেমনি শীত এলে কাঁথা, কম্বল আর লেপ ছাড়া শীত নিবারণ সম্ভব না। শীতে এগুলোর কদর ও প্রযোজনীয়তা বেড়ে যায়।


দিনে আবহাওয়া কিছুটা গরম থাকলেও সন্ধ্যা নামতেই আবহাওয়া ঠাণ্ডা অনুভূত হয়। তাই শীতের রাতে আরামদায়ক ঘুমের জন্য লেপ, কাঁথা-কম্বল হয়ে ওঠে উষ্ণতার সঙ্গী। আর এ কারণেই এগুলোর সঠিক যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। 


প্রতি বছরই শীত শেষে লেপ, কাঁথা -কম্বল  ট্র্যাংকে, সুটকেসে কিংবা আলমারিতে তুলে রাখি। আবার শীত এলে তুলে রাখা গরম কাপড় ব্যবহার করি। চলুন জেনে নেওয়া যাক, এই দীর্ঘদিন ধরে তুলে রাখা লেপ, কাঁথা -কম্বল ব্যবহারের আগে এগুলো পরিষ্কার ও সঠিক যত্নের কিছু সহজ কৌশল।


কাঁথার যত্ন
শীতে কাঁথা ব্যবহারের আগে সেগুলো ডিটারজেন্ট দিয়ে ধুয়ে নিন। কাঁথা পরিষ্কার করা কষ্টকর কাজ নয়। বাড়িতে অনায়াসেই কাঁথা ধুয়ে নেওয়া যায়। সারাবছর যে ডিটারজেন্ট ব্যবহার করেন তাতেই ডুবিয়ে রাখুন কিছুক্ষণ। তার পর রোদে শুকিয়ে তা ব্যবহার করুন।


লেপের যত্ন

শিমুল তুলার লেপ পানি দিয়ে ধোয়া বা ড্রাই ওয়াশ চলে না। বরং আলমারি থেকে বের করার পর তা রোদে দিন। এতে লেপের ওপর থাকা ধুলো পরিষ্কার হয়ে যাবে। কিছুক্ষণ একটা পিঠে রোদ লাগার পর উল্টে দিন। সপ্তাহে একদিন লেপ রোদে রাখুন। তবে লেপের কভার আলাদা করে ধুয়ে নিন। সূর্যের তাপে ব্যাকটেরিয়া ও দুর্গন্ধ দূর হয় এবং লেপ মোলায়েম থাকে। লেপ পরিষ্কার না থাকলে অ্যালার্জি হওয়ার আশঙ্কা থাকে।

 কম্বলের যত্ন

কম্বলের ক্ষেত্রেও একইভাবে যত্ন নিন। তবে শিমুল তুলা দিয়ে তৈরি না হলে কম্বল আলাদা করে কাচতে পারেন।  শ্যাম্পু মেশানো পানিতে মিনিট দশেক ভিজিয়ে রেখে ধুয়ে রোদে শুকিয়ে নিন। তবে কম্বলের ওজন বেশি হলে পানিতে ভেজালে তা আরও ভারী হয়ে যাবে। আর বাড়িতে ধুতে চাইলে হালকা ডিটারজেন্ট ব্যবহার করুন। 


ভারী ডিটারজেন্ট ফাইবার নষ্ট করতে পারে। আর ঠাণ্ডা পানিতে ধোয়া ভালো। গরম পানি ফাইবার দুর্বল  করতে পারে। কম্বল যদি ওয়াশিং মেশিনে ধুতে চান, তবে মেশিনের সেটিংস ‘ডেলিকেট’ বা ‘জেন্টল সাইকেল’-এ রাখুন। তবে ঝামেলা এড়াতে লন্ড্রিতেও দিতে পারেন।  

তবে লন্ড্রি ওয়াশে কাপড় নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। শীতের যেকোনো পোশাকই ড্রাই ওয়াশের উপযোগী। ময়লার ধরন বলে দেবে কোনোটাতে দরকার পড়বে লন্ড্রি ওয়াশ, আবার কোনটা ড্রাই ওয়াশ করলেই চলবে।