ঢাকা, ০৬ অক্টোবর সোমবার, ২০২৫ || ২১ আশ্বিন ১৪৩২
good-food
৪৮

সকালে খালি পেটে হাঁটার উপকারিতা

লাইফ টিভি 24

প্রকাশিত: ০২:১৪ ৩ অক্টোবর ২০২৫  

সকাল মানেই নতুন দিনের শুরু। ভোরবেলা পাখির ডাক, হালকা রোদ আর নির্মল বাতাস মিলে তৈরি করে এক অনন্য পরিবেশ। এই সময় খালি পেটে হাঁটা শুধু শরীর নয়, মনকেও তরতাজা করে তোলে। আধুনিক গবেষণা ও চিকিৎসকরা মনে করেন, খালি পেটে সকালের হাঁটা মানুষের সার্বিক স্বাস্থ্যের জন্য এক অসাধারণ অভ্যাস হতে পারে।

 

১. ওজন কমাতে সহায়ক

খালি পেটে সকালে হাঁটার অন্যতম বড় উপকারিতা হলো ওজন নিয়ন্ত্রণ। দীর্ঘ সময় না খাওয়ার পর যখন হাঁটা হয়, শরীর তখন জমে থাকা ফ্যাট ভাঙতে শুরু করে। ফলে ক্যালোরি বার্ন দ্রুত হয় এবং বাড়তি চর্বি কমতে সাহায্য করে। যারা ওজন কমাতে চান, তাদের জন্য এটি কার্যকরী উপায়।

 

২. হজমশক্তি উন্নত করে

খালি পেটে হাঁটার ফলে শরীরে রক্ত সঞ্চালন সক্রিয় হয়। এতে হজমপ্রক্রিয়া ভালো হয় এবং শরীর খাবার দ্রুত ভাঙতে পারে। অনেকেই খাওয়ার পর পেট ফাঁপা বা গ্যাসের সমস্যায় ভোগেন— নিয়মিত সকালের হাঁটা এসব সমস্যার ঝুঁকি কমাতে পারে।

 

৩. মন ভালো রাখে

সকালের নির্মল বাতাসে অক্সিজেনের মাত্রা বেশি থাকে। খালি পেটে হাঁটার সময় এ বাতাস গ্রহণ করলে মস্তিষ্কে রক্তপ্রবাহ বাড়ে, মানসিক চাপ কমে এবং মুড ফ্রেশ হয়। এ কারণেই অনেকেই সকালে হাঁটার পর সারা দিন প্রাণবন্ত থাকেন।

 

৪. রক্তে শর্করা নিয়ন্ত্রণ

যাদের ডায়াবেটিস হওয়ার ঝুঁকি আছে বা রক্তে শর্করা ওঠানামা করে, তাদের জন্য খালি পেটে হাঁটা উপকারী হতে পারে। এতে ইনসুলিন সেনসিটিভিটি বাড়ে, ফলে শরীর সহজে গ্লুকোজ ব্যবহার করতে পারে। তবে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে হাঁটা উচিত।

 

৫. হার্টের স্বাস্থ্য রক্ষা

নিয়মিত খালি পেটে হাঁটা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং খারাপ কোলেস্টেরল কমায়। এতে হৃদরোগের ঝুঁকি হ্রাস পায়। অনেক বিশেষজ্ঞ মনে করেন, প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটা হৃদযন্ত্রকে সক্রিয় ও সুস্থ রাখে।

 

৬. ঘুমের মান বাড়ায়

যারা অনিদ্রা বা অস্বস্তিকর ঘুমের সমস্যায় ভোগেন, তাদের জন্য সকালের হাঁটা কার্যকর হতে পারে। শরীরের অভ্যন্তরীণ ঘড়ি বা বায়োলজিক্যাল ক্লককে এটি সঠিকভাবে কাজ করতে সহায়তা করে। ফলে রাতে ঘুম গভীর হয় এবং সকালে সহজে ঘুম ভাঙে।

 

৭. প্রাকৃতিক এনার্জি বুস্টার

খালি পেটে হাঁটার পর শরীরে এন্ডোরফিন নামক “হ্যাপি হরমোন” নিঃসৃত হয়, যা শরীরকে সক্রিয় রাখে। এটি ক্যাফেইন বা এনার্জি ড্রিংকের মতো সাময়িক উত্তেজনা নয়, বরং প্রাকৃতিকভাবে সারাদিন কাজ করার শক্তি জোগায়।

লাইফস্টাইল বিভাগের পাঠকপ্রিয় খবর