ঢাকা, ০৬ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৫ || ২২ কার্তিক ১৪৩২
good-food
৯৪৭

১৪ প্রতিষ্ঠানের দুধ উৎপাদন-বিক্রি নিষিদ্ধ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:১৫ ২৮ জুলাই ২০১৯  

পাস্তুরিত দুধে মানবদেহের জন্য ক্ষতিকর উপাদান থাকছে। এজন্য ১৪টি প্রতিষ্ঠানের উৎপাদন, সরবরাহ ও বিপণন পাঁচ সপ্তাহ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন আদালত।

বিএসটিআই পক্ষের আইনজীবী সরকার এম আর হাসান মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। পাস্তুরিত দুধে মানবদেহের জন্য ক্ষতিকর উপাদান আছে কি না তা পরীক্ষা করতে জনস্বার্থে করা ২০১৮ সালের রিটের শুনানি শেষে আদালত এ নির্দেশ দিয়েছেন।

এম আর হাসান বলেন, পাস্তুরিত দুধে ক্ষতিকর উপাদান রয়েছে কি না তা যাচাই করতে ৪টি ল্যাবে বিএসটিআই অনুমোদিত দুধগুলোর নমুনা পাঠানো হয়। পরীক্ষায় দুধে সীসা, অ্যান্টিবায়োটিকের মতো ক্ষতিকর উপাদান পাওয়া যায়।

ল্যাবরেটরির প্রতিবেদনের ভিত্তিতে আদালত স্বপ্রণোদিতভাবে জনস্বার্থে পরের পাঁচ সপ্তাহের জন্য বিএসটিআই অনুমোদিত সব পাস্তুরিত দুধের উৎপাদন ও বিক্রি নিষিদ্ধ করে।

মি. মামুন জানান, এসময়ে দুধের গুণগত মান নির্ণয় ও উন্নয়নে বিএসটিআইয়ের নেয়া পদক্ষেপসমূহ এবং অগ্রগতি সম্পর্কে আদালতকে অবগত করতে নির্দেশ দেয়া হয়েছে।

নিষিদ্ধ প্রতিষ্ঠান ও ব্র্যান্ডগুলো হলো-

             আফতাব মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট লিমিটেড (আফতাব)

             আকিজ ফুড অ্যন্ড বেভারেজ (ফার্ম ফ্রেশ)

             অ্যামেরবিকান ডেইরি লিমিটেড (মু)

             বাংলাদেশ দুগ্দ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড (মিল্ক ভিটা)

             বারো আউলিয়া ডেইরি (ডেইরি ফ্রেশ)

             ব্র্যাক (আড়ং মিল্ক)

             ড্যানিশ ডেইরি ফার্ম লিমিটেড (আয়রান)

             ইছামতী ডেইরি লিমিটেড (পিউরা)

             ইগলু ডেইরি লিমিটেড (ইগলু)

             প্রাণ ডেইরি লিমিটেড (প্রাণ মিল্ক)

             উত্তরবঙ্গ ডেইরি খামার (মিল্ক ফ্রেশ)

             জিহান মিল্ক এন্ড ফুড প্রসেসিং

             শিলাইদাহ ডেইরি (আলট্রা মিল্ক)

             পূর্ব বাংলা ডেইরি প্রডাক্টস (আরওয়া)