ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
৪৮৩

আইসিইউতে পর্যবেক্ষণে করোনা আক্রান্ত নাসিম

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:৩৭ ৫ জুন ২০২০  

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের নেতা মোহাম্মদ নাসিমের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তাঁর অস্ত্রোপচার সফল হয়েছে । তাঁকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) পর্যবেক্ষণে রাখা হয়েছে।

 শুক্রবার করেনাভাইরাসে সংক্রমিত হয়ে চিকিৎসাধীন মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থার অবনতি হয়। ভোররাতে তাঁর ব্রেইন স্ট্রোক হয়। ব্রেইন স্ট্রোকের কারণে অবস্থার অবনতি ঘটায় তাঁর জরুরি অস্ত্রোপচার করা হয়।


মোহাম্মদ নাসিমের ব্যক্তিগত সহকারী ও বনানী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর মোশাররফ হোসেন  জানান, ‘অপারেশন সফল হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তাঁকে (মোহাম্মদ নাসিম) আইসিইউতে রাখা হয়েছে। আগামী ৪৮ ঘণ্টা তাঁকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।’

মোহাম্মদ নাসিমের ছেলে সাবেক সাংসদ তানভীর শাকিল জয়  জানান,  বৃহস্পতিবার তাঁর বাবার অবস্থার উন্নতি হয়েছিল। আজ তাঁকে কেবিনে নেওয়ার কথা ছিল। ভোররাতে হঠাৎ করে ব্রেইন স্ট্রোক করায় তাঁর অবস্থা খারাপ হয়ে যায়। তাঁকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়ার পরিকল্পনা থাকলেও তা সম্ভব হয়নি। বাবার জন্য সবার কাছে দোয়া চান তিনি।

রক্তচাপজনিত সমস্যা নিয়ে ১ জুন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। ওই দিনই তাঁর করেনাভাইরাস শনাক্ত হয়। এর পর থেকে ওই হাসপাতালে তিনি চিকিৎসাধীন।

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর