ঢাকা, ১৯ মার্চ মঙ্গলবার, ২০২৪ || ৫ চৈত্র ১৪৩০
good-food
২৫৫

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এমপি বুবলীর পরীক্ষা জালিয়াতি

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:১২ ২২ অক্টোবর ২০১৯  

এবার বিদেশি গণমাধ্যমেও জায়গা পেল এমপি তামান্না নুসরাত বুবলির বিএ পরীক্ষা জালিয়াতির খবর। বৃটেনের প্রভাবশালী দৈনিক দ্য গার্ডিয়ান থেকে শুরু করে বিবিসি, এএফপি, ইয়াহু নিউজেও এ নিয়ে সংবাদ ছাপা হয়েছে।

দৈনিক দ্য গার্ডিয়ানের শিরোনাম ছিল, ‘Bangladeshi MP allegedly hired eight lookalikes to take her place in exams.’ বিবিসি শিরোনাম করেছে, Bangladesh MP ‘hired eight proxies to sit exams’। ইয়াহু নিউজ শিরোনাম করেছে, Bangladesh MP ‘hired lookalikes’ for uni exams। এএফপি’র বরাত দিয়ে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, নিজে অংশ না নিয়েও একইরকম দেখতে ৮ জনকে দিয়ে পরীক্ষায় প্রক্সি দিয়েছেন একজন বাংলাদেশি নারী রাজনীতিবিদ।

বুবলিকে আওয়ামী লীগের এমপি হিসেবে উল্লেখ করে ইয়াহু নিউজ জানায়, বেসরকারি টেলিভিশন নাগরিক টিভির সাংবাদিক পরীক্ষার হলে প্রবেশ করে সরাসরি এক নারীর সম্মুখীন হন। তিনি বুবলির হয়ে পরীক্ষা দিচ্ছিলেন। এরপরই ওই ভিডিও ফুটেজটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। প্রতিবেদনে বলা হয়, ওই এমপি গত বছর সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিএ পরীক্ষা দিচ্ছিলেন।

জালিয়াতির সহায়তা নেয়ায় বুবলীর সব পরীক্ষা ও রেজিস্ট্রেশন বাতিল করে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) কর্তৃপক্ষ। এছাড়া ঘটনায় গঠিত চার সদস্যের তদন্ত কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বুবলী ২০১১ সালে সন্ত্রাসী হামলায় নিহত নরসিংদী পৌরসভার তৎকালীন মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেনের স্ত্রী। একাদশ সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশনে জমা দেয়া হলফনামা অনুযায়ী, তিনি এইচএসসি পাস। তবে নিজের শিক্ষাগত যোগ্যতা বাড়িয়ে নিতে বাউবির বিএ কোর্সে ভর্তি হয়েছিলেন।