ঢাকা, ১৯ জানুয়ারি সোমবার, ২০২৬ || ৬ মাঘ ১৪৩২
good-food
১৩০

‘আপনার অপেক্ষায় এই হতভাগা জাতি’

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:১৮ ৩০ নভেম্বর ২০২৫  

সংকটাপন্ন অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার দ্রুত রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

আপসহীন এ নেত্রীর জন্য দল-মত- শ্রেণি-ধর্ম-নির্বিশেষে সবাই দোয়া করছেন। সাধারণ মানুষের সঙ্গে সঙ্গে তার সুস্থতার জন্য প্রার্থনা করছেন শোবিজের তারকারা।

 

 

কনক চাঁপা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সংগীতশিল্পী কনক চাঁপা  ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লেখেন, ‘আমাদের গনতন্ত্রের মা, আপোসহীন নেত্রী, মৃত্যুঞ্জয়ী অকুতোভয় যোদ্ধা আজও অসুস্থতার সাথে যুদ্ধ করে যাচ্ছেন!  এখন আমাদের সারাদেশের মানুষের একটাই চাওয়া "আল্লাহ গো-- আপনি ওনাকে সুদীর্ঘ নেক হায়াত দিন আর আরেকবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সুন্দর একটা বিজয় দেখার তৌফিক দিন।’

আসিফ আকবর

বাংলা গানের যুবরাজ আসিফ আকবর সামাজিক মাধ্যমে এক পোস্টে লেখেন, ‘আপনি দ্রুত সুস্থ‍্য হয়ে আমাদের মাঝে ফিরে আসুন ম‍্যাডাম। আপনার অপেক্ষায় এই হতভাগা জাতি দোয়া প্রার্থনায়।’

ন্যান্সি

ফেসবুকের ন্যান্সি লেখেন ‘এই কঠিন সময়ে আল্লাহর কাছে শুধু একটাই প্রার্থনা ম্যাডাম যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং এই গুরুতর অবস্থা কাটিয়ে উঠতে পারেন।’

ডিপজল

ফেসবুকে অভিনেতা ডিপজল লিখেছেন, ‘প্রিয় দেশবাসী, আমাদের প্রিয় দেশনেত্রীর দ্রুত সুস্থতার জন্য সবাই আন্তরিকভাবে মহান আল্লাহর কাছে দোয়া করুন। আপনাদের প্রতিটি দোয়া হোক তার জন্য আরোগ্যের সৌরভ, শান্তির ছায়া এবং নতুন শক্তির প্রেরণা।’

আলীরাজ

জনপ্রিয় অভিনেতা আলীরাজ ১৯৯১ এর বন্যা দুর্গতদের সাহায্যে আয়োজিত একটি অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সঙ্গে সামাজিক মাধ্যমে একটি স্থিরচিত্র পোস্ট করেন। একইসঙ্গে তার জন্য দোয়া চেয়ে লেখেন, ‘বর্তমানে বেগম খালেদা জিয়া খুব অসুস্থ ও সংকটাপন্ন অবস্থায় আছেন। মহান রাব্বুল আলামিন আল্লাহ'র কাছে ওনার সুস্থতার জন্য প্রার্থনা করি।’

তমালিকা কর্মকার

নব্বই দশকের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তমালিকা কর্মকার। এই অভিনেত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হাত থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়েছেন। গতকাল সামাজিক মাধ্যমে একটি পোস্টে সেই সময়ের স্মৃতিচারণ করেন তিনি।

একইসঙ্গে বিএনপি চ‍েয়ারপার্সনের জন্য দোয়া চেয়ে তিনি লেখেন, ‘বিএনপি চ‍েয়ারপার্সন শ্রদ্ধেয় বেগম খালেদা জিয়া। আপনি সুস্থ হয়ে ফিরে আসুন। ঈশ্বরের কাছে অনেক প্রার্থনা।’

রুকাইয়া জাহান চমক

ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করেন।

পোস্টে চমক লেখেন, ‘পুরো জাতি আপনার দ্রুত আরোগ্যের প্রার্থনায়। আল্লাহ আপনাকে সুস্থতা, শক্তি ও শান্তি দান করুন।’

চয়নিকা চৌধুরী

শনিবার (২৯ নভেম্বর) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে একটি পোস্ট করেছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। পোস্টে তিনি লেখেন, ‘আমার চোখে তিনি একজন আনকম্প্রোমাইজ ( অনাপোষ্কামী) এবং স্মার্ট নেত্রী। তিনি নিজ যোগ্যতায় একজন জনপ্রিয় নেত্রী। ৫ দিন পর ফেইসবুকে ফিরে এসে লেখার সুযোগ পেলাম। তিনি অসুস্থ। আর তার হারাবার কিছু নেই। কিন্ত দেশের এই ক্লান্তিলগ্নে তাকে অনেক প্রয়োজন। মন থেকে তার জন্যে অনেক অনেক প্রার্থনা। তিনি যেন সুস্থ হয়ে ফিরে আসেন আমাদের মাঝে। আমি পজিটিভ মানুষের দলে।আর উপরে যিনি আছেন তার উপর অগাধ বিশ্বাস। চলুন সবাই মিলে প্রার্থনা করি তার জন্যে।’

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর