ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১
good-food
২৬৯

আবরার হত্যা মামলার অভিযোগপত্র নভেম্বরে

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:১১ ১৪ অক্টোবর ২০১৯  

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মো. মনিরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার তদন্ত শেষে আগামী নভেম্বরে আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে। সোমবার রাজধানীর মিন্টু রোডে ডিএমপি’র মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান।
মনিরুল ইসলাম বলেন, আগামী নভেম্বরে শুরুর দিকেই আবরার হত্যা মামলার তদন্ত শেষ হবে। এ মাসেই আদালতে মামলার চার্জশিট দাখিল করবে মহানগর গোয়েন্দা পুলিশ।
তিনি বলেন, আবরার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ১৯ আসামির মধ্যে ৪জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আসামিদের জবানবন্দিতে বলা হয়, মূলত শিবির সন্দেহেই তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আসামিদের জবানবন্দিতে হত্যার কারণ হিসেবে এমনটাই বেরিয়ে এসেছে।
ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন, আসামিদের জবানবন্দির পাশাপাশি তথ্যপ্রযুক্তির বিশ্লেষণ ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতেই এ মামলার তদন্ত কাজ শেষ হবে। তখন আমরা একটা পূর্ণাঙ্গ চিত্র দিতে পারব।
গত রোববার দিবাগত মধ্যরাতে বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবরারকে শেরেবাংলা হলের দ্বিতীয় তলার সিঁড়ির কাছ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আবরারের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে রাজধানীর চকবাজার থানায় ১৯ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। পরে ঘটনা নানাদিকে মোড় নেয়। বিক্ষোভে ফেটে পড়েন সহপাঠী ও সারাদেশের শিক্ষার্থীরা। পরিপ্রেক্ষিতে আসামিদের ধরতে বাধ্য হন পুলিশ।