ঢাকা, ২৩ এপ্রিল মঙ্গলবার, ২০২৪ || ১০ বৈশাখ ১৪৩১
good-food
২৭৪

এ রায় সন্ত্রাস-জঙ্গিবাদের জন্য অশনি সংকেত: কাদের

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৪০ ২৭ নভেম্বর ২০১৯  

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, হলি আর্টিজানে জঙ্গি হামলার রায় সন্ত্রাস ও জঙ্গিবাদের জন্য অশনি সংকেত।

বুধবার দুপুরে যশোর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনের সভাপতিত্বে যশোর ঈদগাহ ময়দানে এ সমাবেশ হয়। 
এ রায়ের মধ্য দিয়ে স্বাধীন বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা আরও বাড়বে বলেও মনে করেন সেতুমন্ত্রী।

তিনি বলেন, এ রায়ে বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা আরও বাড়াবে। যারা জঙ্গি ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষক তাদের প্রতি এটি অশনি সংকেত।
ওবায়দুল কাদের বলেন, চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দুর্নীতিবাজদের স্থান আওয়ামী লীগে হবে না। সেই সঙ্গে দলের ভেতর থাকা অপকর্মকারীদেরও ক্ষমা করা হবে না। সম্মেলনের মাধ্যমে কর্মীদের পরিচয় নিশ্চিত করতে হবে। 
তিনি আরো বলেন, দলে মৌসুমি পাখিদের গুরুত্ব দিলে চলবে না। বিপদের সময় তাদের ৫ হাজার পাওয়ারের বাতি  জ্বালিয়েও খুঁজে পাওয়া যাবে না।