ঢাকা, ২০ এপ্রিল শনিবার, ২০২৪ || ৭ বৈশাখ ১৪৩১
good-food
৭৯১

এ লক্ষণগুলো দেখলে বুঝবেন সম্পর্কে দূরত্ব বাড়ছে

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:২৬ ২৯ সেপ্টেম্বর ২০২০  

যেকোনও সম্পর্ক ভালোবাসা এবং বিশ্বাসের ওপর নির্ভর করে। এ দুটি না থাকলে কোনও সম্পর্কই পূর্ণতা পায় না। প্রেমিক-প্রেমিকা কিংবা স্বামী-স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। দম্পতিদের মধ্যে যতক্ষণ ভালোবাসা, বিশ্বাস, সম্মান ও শ্রদ্ধা থাকে, ততক্ষণ সম্পর্কও মধুর থাকে। 

 

তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, দীর্ঘ সময় একসঙ্গে কাটানোর পর সম্পর্কে সমস্যা শুরু হয়। একটুতেই সঙ্গীর ওপর চেঁচানো, বিরক্ত হওয়া এবং কথায় কথায় ঝগড়া-ঝামেলা শুরু হয়। যদি সময়মতো এসব সমস্যা সমাধানের চেষ্টা না করা হয়, তাহলে সম্পর্ক ভেঙে যাওয়ার দিকে এগোতে থাকে। তাই, সময় থাকতে সম্পর্কে যা সমস্যা হচ্ছে, সেই অনুযায়ী সমাধানের কিছু উপায় বের করতে হবে। তাহলে জেনে নেয়া সম্পর্ক ভাঙার আগে কোন লক্ষণগুলো দেখে বোঝা উচিত। 

 

# দীর্ঘ সময় একসঙ্গে কাটানোর পর অনেক দম্পতিদের মধ্যে কমিউনিকেশন গ্যাপ বাড়তে থাকে। সম্পর্কের মধ্যে ফাটল ধরার এটি গুরুত্বপূর্ণ কারণ। তাই সঙ্গীর মধ্যে কথাবার্তা হওয়া অত্যন্ত জরুরী। উভয়ই যখন একে অপরের সঙ্গে কথা বলা বা মনের কথা শেয়ার করা বন্ধ করে, তখনই সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি শুরু হয়। তাই, এ ধরনের পরিস্থিতি দেখলে, এটি সমাধান করতে সঙ্গীর সঙ্গে মন খুলে কথা বলতে হবে। 

 

# সাধারণত সম্পর্কের শুরুর দিকে প্রত্যেকেই নিজের সঙ্গীর প্রতি খেয়াল রাখে, যত্ন নেয়। অনেক সময় হয়তো অতিরিক্ত কাজের চাপে সঙ্গীর দিকে খেয়াল রাখা সম্ভব হয়ে ওঠে না। কিন্তু এক্ষেত্রে চিন্তার কোনও কারণ নেই। তবে যদি দেখেন সঙ্গীর আচরণ আগের মতো যত্নশীল নয়, দরকার জেনেও সে কোনও কেয়ার করছে না, তাহলে এ নিয়ে একটু ভাবার দরকার আছে। যদি বোঝা যায়, সঙ্গীর জীবনে নিজের গুরুত্ব হ্রাস পাচ্ছে, তাহলে সমস্যা সমাধানের জন্য চেষ্টা করতে হবে। 

 

# রিলেশনশিপে যখন একে অপরের প্রতি মানসিক সংযুক্তি হ্রাস পায়, তখন সম্পর্কটি ধীরে ধীরে ম্লান হতে শুরু করে। সঙ্গীর প্রতি আগের মতো টান থাকে না। সম্পর্কের মধ্যে ভালোবাসা না থাকলে মানুষ সঙ্গীর কাছ থেকে দূরে সরে যেতে শুরু করে। তাই, নিজেদের মধ্যে বাড়তে থাকা দূরত্বের কারণটি খুঁজে বের করে সমস্যার সমাধান করার চেষ্টা করতে হবে। 

 

# সম্পর্ক চারাগাছের মতো, যা ভালোবাসা এবং বিশ্বাস পেয়ে ভবিষ্যতের দিকে এগোতে শুরু করে। তবে বেশিরভাগ সময়ই দেখা যায়, সম্পর্কের শুরুর দিকে দম্পতিদের মধ্যে একে অপরের প্রতি প্রচুর ভালোবাসা থাকে। কিন্তু দীর্ঘ সময় কাটানোর পর তারা তাদের অন্তরের লুকোনো অনুভূতি প্রকাশ করতে ভুলে যায়। আর এ অভ্যাসের কারণে সম্পর্ক দুর্বল হতে শুরু করে। তাই সময় থাকতে এ বিষয়গুলো ঠিক করতে হবে, সঙ্গীর প্রতি নিজের ভালোবাসা কতটা গভীর তা প্রকাশ করতে হবে।