ঢাকা, ০৫ নভেম্বর বুধবার, ২০২৫ || ২১ কার্তিক ১৪৩২
good-food
৩৫০

একদিনে ১৫ হাজারের বেশি মানুষ সুস্থ!

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:১২ ১৫ জুন ২০২০  

বাংলাদেশে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে মোট সুস্থতার সংখ্যা রোববারের চেয়ে সোমবার অনেক বেশি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল মোট সুস্থতার সংখ্যা বলা হয় ১৮ হাজার ৭৩০। 

কিন্তু আজ সংক্রমণ শুরুর পর থেকে মোট ৩৪,০২৭ জন সুস্থ বলা হয়েছে। গেল শনিবারের মোট সুস্থতার সংখ্যার সঙ্গে একদিনে ১৫,২৯৭ জন বেশি যোগ হয়েছেন। অর্থাৎ একদিনে ১৫ হাজারের বেশি মানুষ সুস্থ হয়েছেন!

করোনা নিয়ে দৈনিক স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা এ তথ্য দিয়েছেন।

গতকালের চেয়ে এদিন সুস্থতার হারে এত পার্থক্য সম্পর্কে ব্যাখ্যা করে তিনি বলেন, গতদিনের চেয়ে আমরা আজকে সুস্থতা অনেক বেশি বলছি। কারণ, এদিন যারা সুস্থ হয়েছেন; তাদের মধ্যে হাসপাতালে শুধু না, বাসায় এবং যারা উপসর্গবিহীন ছিলেন-সবাই এর সঙ্গে যুক্ত হয়েছেন।

তিনি জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় দেশে প্রাণঘাতী করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩,০৯৯ জন। এ নিয়ে মোট আক্রান্ত হলেন ৯০,৬১৯ জন। আর এ সময়ে আরও ৩৮ জন মারা গেছেন। এতে কোভিড-১৯ সংক্রমিত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১,২০৯ জনে।

নাসিমা সুলতানা জানান, গত একদিনে ১৫,০৩৮টি নমুনা পরীক্ষা করে এ তথ্য জানা গেছে। এখন পর্যন্ত সব মিলিয়ে নমুনা পরীক্ষা হয়েছে ৫,১৯,৫০৩টি। যারা মারা গেছেন, তাদের মধ্যে ৩২ জন পুরুষ এবং ৬ জন নারী।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বলেন, বয়স বিচারে মৃতদের ২০ জন রয়েছেন ৬১ থেকে ৮০ বছরের মধ্যে। ৪১ থেকে ৫০ বছর বয়সী মারা গেছেন ৭ জন। মৃতদের মধ্যে বাকি ৬ জনের বয়স ২১ থেকে ৪০ বছর।

তিনি জানান, ঢাকা বিভাগে মারা গেছেন ১৮ জন, চট্টগ্রামে ১২ জন এবং সিলেটে ৬ জন। বরিশাল ও রংপুরে একজন করে মারা গেছেন।

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর