ঢাকা, ০৬ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৫ || ২১ কার্তিক ১৪৩২
good-food
৪২৭

কক্সবাজারে একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৩৩ ২৬ সেপ্টেম্বর ২০১৯  

কক্সবাজারের উখিয়া উপজেলায় দুবাই প্রবাসী এক ব্যক্তির বাড়িতে তার পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করা হয়েছে। বুধবার রাতে রত্নাপালং ইউনিয়নের পূর্বরত্নাপালং গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।
উখিয়া থানার ওসি আবুল মনসুর জানান, সকালে খবর পেয়ে পুলিশ সেখা্নে গেছে। কে বা কারা কেন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও স্পষ্ট নয়।
নিহতরা হলেন দুবাই প্রবাসী রোকেল বড়ুয়ার মা সুখিবালা বড়ুয়া (৬৫), রোকেলের স্ত্রী মিলা বড়ুয়া (২৬), তাদের ছেলে রবিন বড়ুয়া (২) এবং রোকেলের ভাই শিপু বড়ুয়ার মেয়ে সনি বড়ুয়া (৯)। 
রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী বলেন, একতলা ওই বাড়ির দরজা ভেতর থেকে বন্ধ ছিল। তবে ভেতর থেকে ছাদে ওঠার একটি সিঁড়ি ছিল। হত্যাকাণ্ড ঘটিয়ে ছাদ হয়ে বেরিয়ে যাওয়া সম্ভব।
প্রাথমিকভাবে এর বেশি তথ্য জানা যায়নি।