ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
৪২৫

করোনায় মৃত্যু ৩০: আক্রান্ত ৬০ হাজার ছাড়াল

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:৩২ ৫ জুন ২০২০  

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত রেকর্ড পরিমান বেড়েছে।  হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা। 

শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

অনলাইন বুলেটিনে বলা হয়, ৫০টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৪,০৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে আরও ২,৮২৮ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৬০,৩৯১ জন। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩০ জন।  এ নিয়ে দেশে মোট মারা গেছেন ৮১১ জন। তিনি জানান, 
 আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৪৩ জন।  এনিয়ে মোট সুস্থ হয়েছেন ১২,৮০৪ জন। তিনি আরো জানান, বেশ কয়েকটি ল্যাবে নমুনা পরীক্ষা  বন্ধ রয়েছে।  করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সকলকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে সকলের প্রতি আহবান জানানো হয়।

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর