ঢাকা, ০৫ নভেম্বর বুধবার, ২০২৫ || ২১ কার্তিক ১৪৩২
good-food
৪৮৭

করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রীর নির্দেশনা জারি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৫৩ ১৭ জুন ২০২০  

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নভেল করোনাভাইরাস মহামারী মোকাবেলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

বুধবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেছেন, শেখ হাসিনা এদিন সকালে তার সরকারি বাসভবন গণভবনে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে বৈঠক করেন। সেখানে এ নির্দেশনা জারি করেন তিনি।

প্রেস সচিব বলেন, প্রাণঘাতী ভাইরাস সংক্রমণ রোধে এখন পর্যন্ত নেয়া ব্যবস্থা, চিকিৎসা সরঞ্জাম সংগ্রহের পরিকল্পনা এবং মারণ রোগের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ভবিষ্যৎ বিভিন্ন উদ্যোগের বিষয় নিয়ে পর্যালোচনা করেন প্রধানমন্ত্রী। 

এসময় মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, প্রধানমন্ত্রীর সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ এবং কেন্দ্রীয় ওষুধাগারের পরিচালক মো. আবু হেনা মোর্শেদ জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর