ঢাকা, ০৫ নভেম্বর বুধবার, ২০২৫ || ২১ কার্তিক ১৪৩২
good-food
৩৭৯

করোনার কাছে হেরে গেলেন ডা. ফিরোজা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:১৯ ২৫ জুন ২০২০  

করোনায় আক্রান্ত হয়ে আরো এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। ডা. ফিরোজা বেগম (৬৫) নামে ওই চিকিৎসক বৃহস্পতিবার ভোর ৬টায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এদিকে তার স্বামী ডা. শফিকুর রহমান রুনু হাসপাতালে চিকিৎসাধীন তার অবস্থাও আশঙ্কাজনক।

চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেস্পন্সিবিলিটিজের (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ডা. ফিরোজা বানু মিনু রাজশাহী মেডিক্যাল কলেজের ১৪তম ব্যাচের ছাত্রী। করোনা আক্রান্ত হয়ে বৃহস্পতিবার ভোরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার স্বামী রাজধানীর আল নূর চক্ষু হাসপাতালের কনসালটেন্ট ডা. মো. শফিকুর রহমানেরও করোনা শনাক্ত হয়েছে। তিনিও কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন।

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর