ঢাকা, ০৫ নভেম্বর বুধবার, ২০২৫ || ২১ কার্তিক ১৪৩২
good-food
৫২১

করোনায় আক্রান্ত বাণিজ্যমন্ত্রী

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:০৭ ১৭ জুন ২০২০  

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বুধবার নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, এদিন সকালে করোনা টেস্টের জন্য নমুনা দিই। বিকালে রিপোর্ট পাই। ফলাফল পজিটিভ এসেছে।

তবে শারীরিকভাবে সুস্থ আছেন টিপু মুনশি। এ খবর পাওয়ার পর দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। আজই এভার কেয়ার হাসপাতালে ভর্তি হবেন মন্ত্রী। 

এর আগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, মুক্তিযুদ্ধ মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ করোনায় আক্রান্ত হয়েছিলেন। তাদের মধ্যে ধর্ম প্রতিমন্ত্রী মারা গেছেন।

সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমও মারণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
 

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর