ঢাকা, ০৫ নভেম্বর বুধবার, ২০২৫ || ২১ কার্তিক ১৪৩২
good-food
৩৮০

করোনায় মহানগর বিএনপির সেক্রেটারি হাসানের মৃত্যু

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:২৯ ৮ জুন ২০২০  

ঢাকা মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান করোনাভাইরাসে আক্রা্ন্ত হয়ে মারা গেছেন। রোববার রাত ৯টায় তিনি মৃত্যুবরণ করেন। 

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ রাতে  এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আহসান উল্লাহ রাজধানীর সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে মারা যান।

আহসান উল্লাহ হাসান সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে মিরপুর থেকে সংসদ সদস্য হিসেবে বিএনপির প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন।

তিনি অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের দুইবার নির্বাচিত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। 
তার মৃত‌্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য  মির্জা আব্বাস গভীর  শোক প্রকাশ করেছেন। 

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর