ঢাকা, ২৭ এপ্রিল শনিবার, ২০২৪ || ১৪ বৈশাখ ১৪৩১
good-food
৩৫৭

করোনায় সর্বাধিক শনাক্ত, সর্বোচ্চ মৃত্যু

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:৫৮ ১২ জুন ২০২০  

প্রাণঘাতী করোনাভাইরাসে বাংলাদেশে আক্রান্ত ও মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। প্রতিদিনই সংক্রমিত ও মৃত্যুর সংখ্যায় রেকর্ড ভাঙছে। 

গত ২৪ ঘণ্টায় দেশে সর্বাধিক ৩ হাজার ৪৭১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮১ হাজার ৫২৩ জন। 

এছাড়া এ সময়ে সর্বোচ্চ ৪৬ জন প্রাণ হারিয়েছেন। এতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৫ জনে।

শুক্রবার দুপুরে করোনা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান ।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৯৫০টি নমুনা সংগ্রহ করা হয়েছে। সারাদেশের মোট ৪৯টি ল্যাবে ১৫ হাজার ৯৯০টি করোনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত যে সংখ্যা ৪ লাখ ৭৩ হাজার ৩২২টি। 

ডা. নাসিমা সুলতানা বলেন, নতুন নমুনা পরীক্ষায় সর্বাধিক ৩ হাজার ৪৭১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ৪৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মারণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ৯৫ জনে।

পাশাপাশি গত একদিনে আরও ৫০২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৭ হাজার ২৫০ জন বলে জানান তিনি।

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর