ঢাকা, ০৬ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৫ || ২২ কার্তিক ১৪৩২
good-food
১১১২

সব রোগের জন্য দায়ী

কার্বাইড দিয়ে পাকানো হচ্ছে আম

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:২৭ ২২ মে ২০১৯  

কার্বাইড দিয়ে পাকানো হচ্ছে আম। এমনি কয়েকশো মণ আম ধ্বংস করলো র‌্যাব।

কৃষি অধিদপ্তর বলছে, বাগান থেকে আম নামানোর সময় না হলেও বেশি মুনাফার আশায় রাসায়নিক দিয়ে পাকানো আম বাজারজাত করছেন ব্যবসায়ীরা।

 

ল্যাংড়া আমের ভেতরে সাদা, শক্ত হয়নি আমের আঁটি। কিন্তু দেখে মনে হয় পাকা। কার্বাইড দিয়ে পাকানো এসব আম দেদারসে বিক্রি হচ্ছিলো যাত্রাবাড়ী আড়তে।

 

কৃষি অধিদপ্তর বলছে, বাজারে এখন গোবিন্দভোগ ও গুটি আম মেলার কথা। জুন-জুলাই মাসে নামানো হবে ল্যাংড়া ও হিমসাগর।

 

ঢাকা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, ভেতরে কার্বাইড দিয়ে দেয়। এরপর আমগুলো লোড করে এয়ারট্যাগ করে দেয়। এটা কিডনি থেকে শুরু করে সব ধরনের রোগের জন্য দায়ী।

 

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, আমের গাছগুলো এখন চাষিদের হাতে নেই। ব্যবসায়ীরা এগুলো কিনে ফেলেছেন। তারা সেগুলো ট্রাকে ভরে নিয়ে আসেন। তবে তা আনার কথা নয়।

 

রাজধানীর যাত্রাবাড়ী আড়তে অভিযান চালিয়ে ৩১০ মণ বিষাক্ত আম ধ্বংস করে র‌্যাব।

 

অভিযানের পর ৫ আড়তদারকে ১৬ লাখ টাকা জরিমানা করা হয়।