ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১
good-food
৫৭০

কিশোরগঞ্জে বজ্রপাতে শিশুসহ নিহত ৪

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:০০ ৩ মে ২০১৯  

কিশোরগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে শিশুসহ জন নিহত হয়েছেন। শুক্রবার দুপুর দেড়টা থেকে সাড়ে ৩টার মধ্যে জেলার মিঠামইন, ইটনা পাকুন্দিয়ায় বজ্রপাতের ঘটনা ঘটে।
মিঠামইনে কেওয়ারজোড় ইউনিয়নের কুড়ারকান্দি গ্রামে হাওরে গরু আনতে গিয়ে বজ্রপাতে মারা যায় সুমন মিয়া (৭)। এসময় ষাঁড়বাছুরটিও মারা যায়। এছাড়া উপজেলার বৈরাটি ইউনিয়নের বিরামচর গ্রাম সংলগ্ন হাওরে বোরো ধান কাটতে গিয়ে নিহত হন মহিউদ্দিন (২২)
মিঠামইন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লায়ন মো. মতিউর রহমান জানান, সুমন উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের কুড়ারকান্দি গ্রামের এবাদ মিয়ার ছেলে। আর মহিউদ্দিন উপজেলার বৈরাটি ইউনিয়নের বিরামচর গ্রামের মো. গোলাপ মিয়ার ছেলে।
ইটনায় কৃষিকাজ শেষে হাওর থেকে বাড়ি ফেরার পথে মারা যান রুবেল দাস (২৬)। উপজেলার ধনপুর ইউনিয়নের কাঠুইর গ্রাম সংলগ্ন হাওরে বজ্রপাতে প্রাণহানির ঘটনা ঘটে। রুবেল উপজেলার ধনপুর ইউনিয়নের কাঠুইর গ্রামের রাকেশ দাসের ছেলে।
ইটনা থানার ওসি মোহাম্মদ মুর্শেদ জামান জানান, বৃষ্টির সময় কৃষিকাজ শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে রুবেল মারা যান।
পাকুন্দিয়া উপজেলায় গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারান আসাদ মিয়া (৪৫)। উপজেলার সুখিয়া ইউনিয়নের কোষাকান্দা গ্রামে বজ্রপাতে প্রাণহানি ঘটে। আসাদ উপজেলার সুখিয়া ইউনিয়নের কোষাকান্দা গ্রামের মৃত আয়েছ আলীর ছেলে। তিনি স্থানীয় ইউপি সদস্য এরশাদ উদ্দিনের চাচা।
পাকুন্দিয়া থানার ওসি মোহাম্মদ ইলিয়াস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে বৃষ্টি বজ্রপাত শুরু হয়। এসময় কৃষক আসাদ গরুর জন্য ঘাস কাটতে গেলে প্রাণহানি ঘটে।