ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০
good-food
৩৯৯

‘ক্যাসিনোর মালিকরা যতই প্রভাবশালী হোন রক্ষা নেই’

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:০১ ১৯ সেপ্টেম্বর ২০১৯  

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, রাজধানীর সব জুয়ার বোর্ড বা ক্যাসিনো বন্ধ করে দেয়া হবে।
তিনি বলেন, রাজধানীতে ক্যাসিনো চলতে দেয়া হবে না। এই ধরনের ব্যবসার সঙ্গে যত প্রভাবশালীই জড়িত থাকুক না কেন, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। পুলিশও ক্যাসিনোতে অভিযান পরিচালনা করবে।
বৃহস্পতিবার ডিএমপি সদরদফতরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, ক্যাসিনোগুলোতে র‌্যাব অভিযান পরিচালনা শুরু করেছে, পুলিশও করবে। এজন্য সব ধরনের তথ্য এবং এর সঙ্গে কারা জড়িত, কারা ক্যাসিনোগুলোতে যাচ্ছে সব তথ্যাদি সংগ্রহ করা হচ্ছে। রাজধানীর কোনো এলাকায় এ ধরনের অবৈধ-নিষিদ্ধ জুয়া চলতে দেয়া হবে না।
ডিএমপি কমিশনার বলেন, আমি এ সপ্তাহেই কমিশনার হিসেবে কাজ শুরু করেছি। কোথায় কী হচ্ছে, কারা এসব অবৈধ ব্যবসা পরিচালনা করছে, এর তালিকা করে জানাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি। তারা কাজ করছেন। একটি জোনের তালিকা হাতে এসেছে। শিগগির বাকিগুলো পেয়ে যাব।
তিনি বলেন, ক্যাসিনোতে জুয়ারীরা খেলতে এসে মাদকও সেবন করছে। ক্যাসিনো বন্ধ হলে মাদক সেবনও বন্ধ হবে। তবে ক্যাসিনো বন্ধ করেও যদি কেউ মাদক ব্যবসার চেষ্টা করে, তা হলেও কঠোর ব্যবস্থা নেয়া হবে।
শফিকুল ইসলাম বলেন, পুলিশ সুস্থ বিনোদনের পক্ষে এবং সে ব্যাপারে সবসময় সহযোগিতাও করবে। কিন্তু বিনোদনের নামে অশালীন ও অবৈধ কিছু চললে বা মাদক সেবন হলে সেখানে পুলিশ হস্তক্ষেপ করবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, আইন প্রয়োগের ক্ষেত্রে পুলিশ কঠোর। জোনাল ডিসিদের নির্দেশনা দেয়া হয়েছে, এ ধরনের ঘটনা কোনওভাবেই সহ্য করা হবে না। এরপরেও যদি কেউ জুয়ার বোর্ড কিংবা ক্যাসিনো পরিচালনা করে  কিংবা জড়িত থাকে, তা হলে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে।