ঢাকা, ০৩ ডিসেম্বর বুধবার, ২০২৫ || ১৮ অগ্রাহায়ণ ১৪৩২
good-food
১৭

খুনির সর্বোচ্চ শাস্তি দাবি নিলয় আলমগীরের

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৪৪ ২ ডিসেম্বর ২০২৫  

জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর বরাবরই পশুপ্রেমী একজন। সোশ্যাল মিডিয়ায় তার বিভিন্ন কার্যক্রমে সেটি স্পষ্ট। কিছুদিন আগেই মোহাম্মদপুরে কুকুর মারার ঘটনায় এই অভিনেতা উদ্বেগ প্রকাশ করেছেন। সে সময় তার ডাকে অনেকে সোশ্যাল মিডিয়ায় এতে অংশগ্রহণ করেন।

এবার কুকুর হত‍্যাকাণ্ডের জন‍্য খুনির সর্বোচ্চ শাস্তি দাবি জানালেন নিলয়।


মঙ্গলবার এক পোস্টে অভিনেতা লেখেন, ‘ঈশ্বরদীতে ৮ টা কুকুরের বাচ্চা বস্তায় ভরে পুকুরে ফেলে দিয়েছে একজন সরকারি কর্মকর্তা অথবা তার স্ত্রী। মা কুকুরটা মৃত বাচ্চাগুলোর দিকে তাকিয়ে আছে।’


কতটা কষ্ট পেয়ে বাচ্চাগুলো মারা গেছে উল্লেখ করে তিনি বলেন, ‘‘একটাবার চিন্তা করে দেখুন তো, বস্তার ভেতরে বাচ্চাগুলো পানির মধ‍্যে কেমন করছিল? বাঁচার জন‍্য কত চেষ্টা করছিল, কতটা কষ্ট পেয়ে বাচ্চাগুলো মারা গিয়েছে। এখন মা কুকুরটার কতটা কষ্ট হচ্ছে।’’

মা কুকরটা মারা যাবে বলে আশঙ্কা প্রকাশ করে তিনি আরও লেখেন,  “মা কুকুরটার বুকের দুধ খাওয়াতে না পারলে ব‍্যাথা শুরু হবে, হয়ত মা কুকুরটাও মারা যাবে বুকের দুধ কোন বাচ্চাকে খাওয়াতে না পেরে। এই হত‍্যাকাণ্ডের জন‍্য খুনির সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।”

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর