ঢাকা, ০১ জানুয়ারি বৃহস্পতিবার, ২০২৬ || ১৮ পৌষ ১৪৩২
good-food

খেতে খেতে ফোন: স্বাস্থ্যের জন্য ৭ মারাত্মক ক্ষতি

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:০৮ ১ জানুয়ারি ২০২৬  

শৈশবে অন্তত একবার হলেও মায়ের মুখে এই কথা আমরা সবাই শুনেছি- “খেতে খেতে টিভি দেখিস না।”

কিন্তু সময় বদলেছে। এখন টিভির জায়গা নিয়েছে স্মার্টফোন। খাবারের প্লেটের পাশে ফোন, চোখ স্ক্রিনে। এই দৃশ্য আজ প্রতিটি ঘরের।

অনেকেই মনে করেন, খেতে খেতে ফোন দেখলে সময় বাঁচে, মন ভালো থাকে। কিন্তু গবেষণা বলছে, এই অভ্যাস শরীর ও মনের জন্য মোটেও নিরীহ নয়।

চলুন জেনে নেওয়া যাক, খাওয়ার সময় ফোন ব্যবহারের ৭টি ভয়ংকর পার্শ্বপ্রতিক্রিয়া—

অতিরিক্ত খাওয়া ও স্থূলতার ঝুঁকি

গবেষণায় দেখা গেছে, স্ক্রিনে মনোযোগ থাকলে আমরা কতটা খাচ্ছি, তা বুঝতে পারি না। ফলে প্রয়োজনের চেয়ে বেশি খাবার খাওয়া হয়ে যায়। এই অতিরিক্ত ক্যালরি দীর্ঘমেয়াদে স্থূলতা ও নানা স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে।

মনোযোগ বিচ্ছিন্নতা

খাওয়ার সময় ফোন দেখলে মস্তিষ্ক একসঙ্গে দুই কাজ সামলাতে গিয়ে বিভ্রান্ত হয়। ফলে খাবারের স্বাদ, গন্ধ বা তৃপ্তির অনুভূতি ঠিকভাবে গ্রহণ করতে পারে না।

অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস তৈরি হয়

স্ক্রিনে মন থাকলে আমরা খাবারের মান বা পরিমাণ নিয়ে সচেতন থাকি না। ধীরে ধীরে এটি অভ্যাসে পরিণত হয় এবং সুস্থ খাবার বেছে নেওয়ার প্রবণতা কমে যায়।

মায়ের মুখে এই কথা আমরা সবাই শুনেছি- “খেতে খেতে টিভি দেখিস না।”

বিপাকক্রিয়া (মেটাবলিজম) ধীর হয়ে যায়

খাওয়ার সময় টিভি বা ফোন দেখলে শরীরের বিপাকক্রিয়া স্বাভাবিকের চেয়ে ধীর হয়ে পড়ে। ফলে খাবার হজম হতে বেশি সময় লাগে এবং চর্বি পোড়ার হারও কমে যায়।

বদহজমের সমস্যা

স্ক্রিনে মনোযোগ থাকার কারণে আমরা কতটা বা কী খাচ্ছি, তা বুঝে উঠতে পারি না। এর ফলে হজমের সমস্যা, গ্যাস্ট্রিক, অস্বস্তি দেখা দিতে পারে।

খাবারের তৃপ্তি পাওয়া যায় না

একসঙ্গে দুই বিষয়ে মনোযোগ দিলে কোনোটাতেই পুরোপুরি আনন্দ পাওয়া যায় না। ফলে খাবার খেয়েও মানসিক তৃপ্তি আসে না, যা আবার অপ্রয়োজনীয় খাওয়ার প্রবণতা বাড়ায়।

একসঙ্গে দুই বিষয়ে মনোযোগ দিলে কোনোটাতেই পুরোপুরি আনন্দ পাওয়া যায় না।

পারিবারিক যোগাযোগ কমে যায়

খাওয়ার সময় যদি সবাই ফোন বা টিভিতে ব্যস্ত থাকে, তাহলে পরিবারের সদস্যদের মধ্যে কথাবার্তা হয় না। এতে পারিবারিক বন্ধন দুর্বল হতে থাকে—যা আজকের ব্যস্ত জীবনে আরও বড় ক্ষতি।

ফোনের অতিরিক্ত ব্যবহার এমনিতেই স্বাস্থ্যের জন্য ভালো নয়। তার ওপর খাওয়ার সময় ফোন ব্যবহার শরীর ও মনের ওপর বাড়তি চাপ তৈরি করে। খাবার মানে শুধু পেট ভরানো নয়—এটি স্বাস্থ্যের সঙ্গে, সম্পর্কের সঙ্গে এবং নিজের সঙ্গে সময় কাটানোর সুযোগ। তাই নতুন বছরে অন্তত একটি অভ্যাস বদলানো যাক—খেতে খেতে ফোন নয়, মন দিন খাবার ও মানুষকে।