ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
৭৫৭

ভেবেছিলেন বিএনপি কর্মী!

গোয়েন্দা পুলিশ পেটালেন ওসি (ভিডিও)

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:৪৮ ১৩ ডিসেম্বর ২০১৯  

প্রকাশ্য রাস্তার ওপর জেলা গোয়েন্দা পুলিশ (ডিএসবি)-এর এক কনস্টেবলকে পেটালেন মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

বিএনপি কর্মীদের ছত্রভঙ্গ করতে গিয়ে এই ভুল বোঝাবুঝি হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মৌলভীবাজার পৌর শহরের চৌমোহনায় বৃহস্পতিবার সকালে (১২ ডিসেম্বর) এ ঘটনা ঘটে। এ সময় ডিএসবির কনস্টেবল আবুল বাশারকে পেটান মৌলভীবাজার মডেল থানার ওসি আলমগীর হোসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন খারিজের প্রতিবাদে মৌলভীবাজার চৌমোহনা থেকে  বিএনপির মিছিল হওয়ার কথা ছিল। তাই সেখানে দায়িত্ব পালন করতে আসেন ডিএসবি সদস্য বাশার। এ সময় মডেল থানার উপ-পরিদর্শক তাপসের নেতৃত্বে একদল পুলিশও ছিল। সেখানে বিএনপির ১৫-২০ জন কর্মী উপস্থিত হলে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। তখন বাশারকে বিএনপি কর্মী ভেবে পেটাতে থাকে পুলিশ।

ডিএসবি সদস্য আবুল বাশার বলেন, ‘সকালে পুলিশ সুপারের নির্দেশে চৌমোহনা পয়েন্টে যাই গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে। ঘটনার ছবি তুলতে গেলে হঠাৎ পেছন থেকে আক্রমণ করেন ওসি। তখন তাকে বলি আমি ডিএসবি’র সদস্য। এরপরও তিনি আমাকে মাথায় আঘাত করেন। এ সময় মডেল থানার উপ-পরিদর্শক তাপস বলেন, পুলিশের লোক হলে কি হবে? ডিএসবির লোক কিছু করতে পারবে না, ডিএসবি অফিস একটি বাজে অফিস।’


উপ-পরিদর্শক তাপস অভিযোগের বিষয়ে বলেন, ‘ওসি স্যারের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছে ডিএসবি সদস্যের। আমি কিছুই বলিনি।’

মৌলভীবাজার মডেল থানার ওসি আলমগীর হোসেন বলেন, ‘ছত্রভঙ্গ করতে গিয়ে ঘটনাটি ঘটেছিল। বিষয়টি নিয়ে কথা বলা লজ্জার।’

এ বিষয়ে জানতে চাইলে মৌলভীবাজারের পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার) বলেন, ‘রাজনৈতিক একটা কর্মসূচি ছিল। সেটি ছত্রভঙ্গ করতে পুলিশ ব্যবস্থা নিতে গিয়েছিল। সেখানে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়।’