ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০
good-food
৪০০

ঘরোয়া পরিচর্যায় ঠোঁট গোলাপ পাঁপড়ি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:২১ ৩০ সেপ্টেম্বর ২০২০  

হাত-পা-কনুই-গোড়ালি এবং মুখের যতটা যত্ন নেয়া হয়, ঠিক ততটা কেয়ার করা হয় না ঠোঁটের। ফলে ঝকঝকে মুখে ফাটা ঠোঁট ভীষণ চোখে বাঁধে। অনেকের সৌন্দর্যই ম্লান হয়ে যায় কালচে ঠোঁটের জন্য। স্বাভাবিকভাবে গোলাপ পাঁপড়ির মতো ঠোঁট পেতে গেলে এর পেছনেও সময় দিতে হবে। সহজ ঘরোয়া কিছু টিপস মেনে চললেই তা সম্ভবপর হবে।

 

ঠোঁটের যত্ন নিতে আমন্ড অয়েল (Almond oil) এর জুড়ি মেলা ভার।  দিনে দুই, তিনবার একফোঁটা করে এ তেল নিয়ে তাতে মাসাজ করুন। হাতেনাতে ফল পাওয়া যাবে।

 

ঠোঁটের যত্নে এ উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নিন। এরপর এয়ারটাইট শিশিতে রেখে দিন-
৫০ গ্রাম মধু
২০ গ্রাম বা ৪ চা-চামচ চিনি
৫ মিলি গোলাপ জল
৫ মিলি ভ্যানিলা এসেন্স
 

 

কীভাবে বানাবেন:
সব উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন। প্রতিদিন দিনে একবার ঠোঁটের মরা কোষ তুলতে স্ক্রাবার হিসেবে ব্যবহার করুন।

প্রাকৃতিকভাবে মধু ত্বকের আর্দ্রতা ধরে রাখে। চিনি মরা কোষ সরিয়ে ঠোঁটকে করে নরম ও মোলায়েম। এ দুই উপকরণ একসঙ্গে হলে ঠোঁট গোলাপি হবে আপনা থেকেই!
 

 

ফাটা ঠোঁট সারাতে

শীত-গ্রীষ্ম-বর্ষা, সারাবছরই অনেকে ফাটা ঠোঁটের সমস্যায় ভোগেন। তাতেই অর্ধেক সৌন্দর্য মাটি। সমাধান চাইলে গলানো মাখন সারারাত ঠোঁটে লাগিয়ে ঘুমান। পর পর ৩-৪ দিন করলেই দেখবেন ঠোঁট চুঁইয়ে গ্ল্যামার ঝরছে। মাখনের বদলে মধুও ব্যবহার করতে পারেন। একই ফল পাবেন। গরম পানীয়ে চুমুক দেয়ার অভ্যাস থাকলে এখনই তা বন্ধ করুন। 

 

কালচে ঠোঁটে গোলাপি আভা

কালচে ঠোঁট কারই বা ভালো লাগে? এ সমস্যায় বিব্রত হলে প্রথমেই প্রতিদিন গাঢ় শেডের লিপস্টিক লাগানো বন্ধ করুন। তা বলে অনুষ্ঠান বাড়িতেও কি ঠোঁট রাঙাবেন না! তা কেন? সাজে পূর্ণতা আনতে অবশ্যই ঠোঁট রঙিন হোক। তবে সারাক্ষণ নয়। সবসময় ঠোঁট লিপস্টিকে ঢাকা থাকলে ত্বক শ্বাস নিতে পারবে না। উপরন্তু তা পরলেই অক্সিজেনের অভাবে ঠোঁট কালচে দেখাবে। 

ঠোঁটের কালচে ভাব কমাতে:

৩ চামচ করে নীচে বলা উপকরণ মিশিয়ে বোতলে ভরে রাখুন। রোজ নিয়মিত ব্যবহার করুন-
নারকেল তেল
আমন্ড অয়েল
কীভাবে ব্যবহার করবেন:
লিপ বামের বদলে এ মিশ্রণ সারাদিন বেশ কয়েকবার ব্যবহার করুন।

 

সেই সঙ্গে ব্যবহার করুন লিপ মাস্ক-

উপকরণ:
২ চা চামচ আমন্ড পেস্ট
১ চা-চামচ আলু কোরা
আধখানা লেবুর রস
১ চা-চামচ ফ্রেশ ক্রিম

 

কীভাবে ব্যবহার করবেন:
সব উপকরণ ভালো করে মিশিয়ে ঠোঁটের ওপর পেস্টের মতো করে লাগান। ১০ মিনিট রেখে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন। সপ্তাহে ২-৩ বার ব্যবহার করলে ১৫ দিনের মধ্যে হারানো সৌন্দর্য ফিরে পাবেন।
ঠোঁটের কিনারা কালচে হলে

 

কালচে না হলেও অনেকের ঠোঁটের বর্ডারলাইন বা কিনারা কালচে হয়। এটাও বাঞ্ছনীয় নয়। এ সমস্যা কমাতে সব আগে ঠোঁট কামড়ানো বা জিহ্বা বোলানোর অভ্যাস ত্যাগ করুন। এরপর একটি পাত্রে ঠাণ্ডা দুধের সর নিয়ে ভালো করে ফেটিয়ে ঠোঁটে লাগান। দিনে ৩-৪ বার করলে এক সপ্তাহে কালচে ভাব দূর হবে।
যাদের ঠোঁটের কোণা ফাটে-

 

ব্যথা-জ্বালায় অস্থির হন তারা। বাড়তি উপদ্রব সৌন্দর্যহানি। দুধের সর আর ঠাণ্ডা পানির সেঁক এ সমস্যার সমাধান। দিনে ২-৩ বার দুধের সর ম্যাসাজ করলে এবং ঠাণ্ডা পানির সেঁক দিলে আরাম পাবেন। সমস্যাও কমবে।
নিয়মিত এ টিপস মানলে আপনি চুপ থাকলেও কথা বলবে, অন্যের নজর কাড়বে আপনার ঠোঁট।