ঢাকা, ০৫ নভেম্বর বুধবার, ২০২৫ || ২১ কার্তিক ১৪৩২
good-food
৫১৭

ঘুষের টাকাসহ হাতেনাতে ধরা সিভিল এভিয়েশন কর্মকর্তা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:০৯ ৬ ডিসেম্বর ২০১৯  

ঘুষের ১ লাখ টাকাসহ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিভিল এভিয়েশন) এক কর্মকর্তাকে হাতেনাতে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শুক্রবার  সকালে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

দুদকের মুখপাত্র প্রণব কুমার ভট্টাচার্য জানান, সিভিল এভিয়েশনের জুনিয়র লাইসেন্স ইন্সপেক্টর এবং কনসালট্যান্ট এইচ এম রাশেদ সরকারকে ঘুষের টাকাসহ উত্তরার একটি রেস্টুরেন্ট থেকে গ্রেপ্তার করা হয়েছে। লাইসেন্স যাচাইপূর্বক বাণিজ্যিক পাইলট পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ করে দেয়ার জন্য এই ঘুষ নেন তিনি। 

দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মাসুদুর রহমানের নেতৃত্বে একটি দল এই ফাঁদ মামলা পরিচালনা করে। এ ঘটনায় দুদক মামলা করবে বলেও জানান প্রণব।