ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০
good-food
৩৪৮

চট্টগ্রামে গ্যাস লাইন বিস্ফোরণে ভবন ধস : নিহত ৭

লাইফ টিভি 24

প্রকাশিত: ১১:০৪ ১৭ নভেম্বর ২০১৯  

চট্টগ্রামের কোতোয়ালি থানার পাথরঘাটা এলাকায় গ্যাস লাইনের রাইজার বিস্ফোরণে ভবনের একাংশ ধসে নারী ও শিশুসহ ৭ জন মারা গেছেন। দগ্ধসহ হয়েছেন আহত হয়েছেন আরো প্রায় ২৫ জন। 

রোববার (১৭ নভেম্বর) সকাল ৯ টার দিকে পাথরঘাটার ব্রিকফিল্ড রোডে বড়ুয়ার ভবনে গ্যাস লাইনের এ বিস্ফোরণের ঘটনা ঘটে। 

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ৭ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রথম অবস্থায় ৫ জনের মৃত্যুর কথা ঘোষণা করা হয়। পরে আরো দুইজনের মৃত্যু হয়েছে। তবে, দগ্ধসহ আহত ২৫ জনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা জসিমউদ্দিন জানিয়েছেন, গ্যাস লাইন বিস্ফোরণে একটি ভবনের দেওয়া ধরে পড়ার খবর শুনে ঘটনাস্থলে যান ফায়ার সার্ভিসের কর্মীরা। দেওয়ালের নিচে মানুষ চাপা পড়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছেন।
কোতোয়ালি থানার ওসি মো. মোহসিন জানান, রোববার সকালে পাথরঘাটা ব্রিক ফিল্ড রোডের বড়ুয়া বিল্ডিংয়ের নিচতলায় এ ঘটনা ঘটে। ওই বাড়ি থেকে আহত আরও ৮ কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি বলেন, গ্যাস লাইনে বিস্ফোরণের কথা বলেছেন ওই বাড়ির বাসিন্দারা। 


প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ধসে পড়া ভবনের দেওয়ালের নিচে পথচারী চাপা পড়ে আছে।